What do you think?
Rate this book


96 pages, Hardcover
First published February 1, 2014
"জন্ম-সময়ের স্মৃতি মানুষ অন্যকে বলতে পারে না,আবার মৃত্যুর কথাও বলতে পারে না। জন্ম-মৃত্যু দুটা স্মৃতিই এমন যা অন্যকে দেওয়া যায় না। দুটোই সম্পূর্ণ ব্যাক্তিগত স্মৃতি"
ফ্ল্যাপের লেখা দেখে ভেবেছিলাম হয়ত বিখ্যাত ভারতীয় গণিতজ্ঞ শংকরাচার্যের কন্যা লীলাবতীর নামেই বইয়ের নামকরণ। কিন্তু লেখাটি পড়তে গিয়ে ধাক্কা খেলাম। এই গল্প হুমায়ূন আহমেদ এবং মেহের আফরোজ শাওনের যৌথজীবনের এক বিয়োগান্ত অধ্যায় নিয়ে লেখা। যে অধ্যায় অনেকের কাছেই অজানা। লীলাবতী ছিলো তাদের প্রথম কন্যাসন্তানের নাম- দুঃখজনকভাবে গর্ভাবস্থায়ই যার মৃত্যু হয়। হুমায়ূন আহমেদ লিখেছেন, 'নিতান্তই ব্যাক্তিগত কাহিনি লিখে ফেললাম। লেখকের কাজই তো ব্যাক্তিগত দুঃখবোধ ছড়িয়ে দেওয়া।' এখানেই লেখক হুমায়ূনের সার্থকতা। কয়েক পৃষ্টার এই লেখায় লেখকের হাহাকার আর দুঃখবোধ একজনের মাঝে ছড়িয়ে দিতে পারে করুণ বিষন্নতা। আর ব্যাক্তি হুমায়ূনের মুখে কাদা লেপ্টানোর পূর্বে এই লেখা অবশ্য পাঠ্য। আহা হুমায়ূন!
বইয়ে সংকলিত হয়েছে হুমায়ূন আহমেদের অসম্পূর্ণ 'নবিজী' লেখাটি। বাংলাবাজারেঅন্যপ্রকাশ-এর নতুন বিক্রয়কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে এক মাওলানার কথায় প্রভাবিত হয়ে তিনি নবিজীর জীবনী লেখা শুরু করেন। কিন্তু আফসোস! হুমায়ূনের নিজস্ব ভাষায় নবিজির জীবনী শুনার সৌভাগ্য হলো না। This Sadness Will Last Forever
অন্যসব লেখাগুলোতে উঠে এসেছে লেখকের মৃত্যুভাবনা অথবা ভীতি। নশ্বর এই মানবসংসারে মায়া ছেড়ে যখন যেতে হবে অন্য এক অসীম জগতে। এই অনন্ত নক্ষত্রবীথির সাথে থাকবে না কোনও যোগ। আমরা হবো অমর!