এ বইটা আমি অনেক টাইম নিয়ে পড়সি।
আমার লাস্ট জন্মদিনে গিফট পাইসিলাম, তখন শুরু করে আজ শেষ করলাম। তো, প্রায় ছয় মাসের মতো টাইম নিসি এই পুঁচকে বইটা শেষ করতে। টাইম নিয়ে পড়া ভালো বোধহয়, কারণ এতে ভালো লাগা গল্পগুলা আলাদা করে মনে থাকে। অথবা, এই টাইম নিয়ে পড়াটা মন্দও হইতে পারে কারণ এতে লেখকের সত্ত্বার সাথে ঠিক মিশে যাওয়া যায় না।
বনফুলরে সবাই এক দু'পৃষ্ঠার বেশ কিছু গল্পের জন্য মনে রাখসে, কিন্তু আমি মনে রাখব চমকের জন্য। ছোট গল্পে চমক জিনিসটা ইম্পর্ট্যান্ট, গল্পের শেষে এই চমক দেওয়াটা যে খুব বেশি কার্যকরী, সেই জন্য। বিমল মিত্র এই কাজটা দারুণ করতেন, এইজন্য উনারে আমি প্রিয় গল্পকারের একদম চূড়ায় বসায় রাখসি। হুমায়ূনও ভালো চমক দিতেন, মানিক সাহেবও এই জায়গায় অসাধারণ ছিলেন। তো, দেখা যাইতেসে বেশ কিছু স্বার্থক গল্পকারেরই মেইন হাতিয়ার ছিল গল্পের একদম এন্ডিং এ গিয়ে এক বা দুই লাইনের মাথা উড়ায় দেওয়ার মতো চমক।
কিন্তু, এখানে একটা কিন্তু আছে। বিমল মিত্র মূলত বড়সড় গল্প লেখক ছিলেন। অনেক বেশি ডিটেইলিং থাকে উনার গল্পে। এতে গল্পটা মাথায় গেঁথে থাকে এবং এর লিগা চমকটা খুব বেশি ইফেক্টিভ হইতো। মানিকের গল্পের সাইজও মাঝারি মানের ছিল। কিন্তু বনফুল তো এইর'ম না! উবার গল্পগুলা হইতেসে বোধ ভিত্তিক। উনার অন্তরে একটা বোধ আসলো, আর সেইটাকে হাস্যরসের মাধ্যমে এক বা দুই পৃষ্ঠায় ফুটায় তুললেন! ব্যাস! এইখানে গল্প মূখ্য না, সাইজও ছোট...তাই পাঠকের উপর চমকের সাইড ইফেক্টটা ইকটু কম থাকার কথা। কিন্তু না ভায়া, আমার উপর সেই লেভেলের সাইড ইফেক্ট ছিল মিনি ট্যুইস্ট গুলার। তো, এর লিগাই আরকি, এ গ্রন্থ এবং বনফুলরে আমি চমকের লিগা মনে রাখব।
যদ্দুর মনে হয়, বনফুলের মতো এমন কন্টিনিউয়াসলি মিনি সাইজড গল্প বাংলা সাহিত্যে উনার আগে কেউ লিখেন নি এবং উনার পরেও কেউ লেখার প্রয়াস দেখান নাই(কেউ কেউ হয়তো লিখসেন এক বা দুইটা, কিন্তু এক দুইটা গল্প আর দেড়শোটা গল্প লেখা এক জিনিস না)। ফেসবুক আমলে অবশ্য পিচ্চি পিচ্চি গল্প লেখার ট্রেন্ড বাড়তেসে, ব্যাপারটা তো ঐ রিয়েক্ট আর কমেন্টেরই। যতো ছোট সাইজ আর যতো ফালতু হিউমার, ততো বেশি রিয়েক্ট। এদেরকেও তাই বনফুলের উত্তরসূরী বলা যায় না।
তো, এক সেন্সে বাংলা সাহিত্যে নজরুলের যেমন উত্তরসূরী নাই, তেমনই বনফুলে প্রভাবিত তেমন গল্পকারও নাই৷ তো, এইদিক দিয়া ভাবতে গেলে এই বইটা অনেক বেশি মূল্যবান বাংলা সাহিত্যের জন্য।
সক্কল বাংলা ভাষাভাষী সাহিত্যপ্রেমীর তাকে এ বইটা থাকাও একপ্রকার বাঞ্চনীয় তাই। একটি গল্পগ্রন্থ, অথবা একটি বোধগ্রন্থ, অথবা দুইটাই।
পড়েন। ভাবেন।