হালকা এবং দৈর্ঘ্যে ছোট কিছু একটা পড়ার দরকার ছিল। হাতের কাছে ছোটর মধ্যে এটাই ছিল। সফট কপিতে মাত্র ৩৭ পেজ, হার্ড কপিতে সম্ভবত ৮০। মুহম্মদ জাফর ইকবালের বিভিন্ন সময়ে লিখা কলামের সংকলন।
অনেকটা মন্ত্রমুগ্ধের মতই পড়েছি। যথারীতি সহজ ভাষায় লেখা। "ঈশপের 'আধুনিক' গল্প" শিরোনামের লেখাটি পড়ে খুব হেসেছি। একই সাথে "ক্যাপিটালিস্ট সোসাইটিতে একদিন" লেখাটি একটু ভাবিয়ে তুলেছে, আমরা কি প্রতি পদক্ষেপে এমন জীবনের পথেই এগুচ্ছি?
মোটের উপর, ভালো লেগেছে। খুবই ভালো!