বইটি মুহম্মদ জাফর ইকবালের বিভিন্ন পত্রিকায় ২০০৭ সালের প্রেক্ষাপটে লেখা আর্টিকেলের সংকলন। বাংলাদেশের রাজনীতি, শিক্ষাব্যবস্থা, পাঠ্যবই, আদমজী পাটকল, সিআরপি'র প্রতিষ্ঠাতা ভ্যালেরি অ্যান টেইলর- ইত্যাদি নানাবিধ দিকের বাস্তব চিত্র ফুটে উঠেছে। পিডিএফ-এ এর পৃষ্ঠাসংখ্যা ছিল মাত্র ৯৯। কিন্তু আমার পড়তে অনেক সময় লেগেছে। কারণ একটাই, বইটিতে লেখা সব বিষয়ই প্রচণ্ড মন খারাপ করা। তাই পড়ার সময় বার বার বিরতি নিয়েছি।
২০০৭ সালে ক্লাস নাইনে ছিলাম। বলা বাহুল্য অন্ধ ছিলাম, কিছুটা বধিরও (প্রতীকী অর্থে :p )। চারপাশের কোন খবরই রাখতাম না। এই বইটি পড়েই সেই সময়ের খবর পেলাম ১০ বছর পর, ২০১৭ সালে। বইটার একটা বড় অংশ রয়েছে তৎকালীন তত্তাবধায়ক সরকারের পর্যালোচনায়। বর্তমানকে চিনতে হলে তো অতীতকে জানতে হয়, নয় কি? এটা পড়া প্রয়োজন ছিল আমার, অনেক কিছুই জানলাম।