😊লেখকের ইউরোপ ভ্রমণের অপরূপ ভ্রমণ গাঁথা। পড়তে পড়তে চোখের সামনে সব কিছু ছবির মত পরিষ্কার দেখতে পাচ্ছি লেখকের বর্ণনার গুনে। গুগল করে এসব তথ্য কোথায় পেতাম ? যারা ঘরের আরামের থেকে পথের অনিশ্চয়তা কে বেশি ভালোবাসেন ,এই বই তাদের স্বর্গরাজ্যে নিয়ে যাবে। অসাধারণ।