ছোটোবেলায় ইতিহাস বইয়ে বিভিন্ন সাম্রাজ্যের সীমারেখাগুলো খুব মন দিয়ে দেখার চেষ্টা করতাম। সে-সময় ইতিহাসের স্যার বলেছিলেন, ওই দাগগুলো কিন্তু তেমন পাকাপোক্ত নয়। সীমানা জিনিসটা আপেক্ষিক; কে যে কতভাবে তা পেরিয়ে যায় তা অমন স্পষ্ট সাদা-কালোয় ধরা যায় না। কথাটা যে কঠোরভাবে সত্যি, তা ক্রমে বুঝেছিলাম। সেই 'আপেক্ষিকতার সূত্র' মেনেই সমৃদ্ধ দত্ত উপহার দিয়েছেন তাঁর এই নন-ফিকশন সংকলনটি। এর বিষয়, কীভাবে আন্তর্জাতিক, আর্থিক আর নৈতিক সীমানা বারবার লঙ্ঘিত হয়েছে ও হচ্ছে আমাদের দেশে তথা চারপাশে। একটি ছোট্ট 'ভূমিকা'-র পর এতে আছে~ ১. ক্যাকটাস: ১৯৮৮ সালে মালদ্বীপে ঠিক কী ধরনের অপারেশন চালানো হয়েছিল? ২. স্কাই ওয়ার: ইস্ট ওয়েস্ট এয়ারলাইন্সের চেয়ারম্যান তাকিউদ্দিন কে ছিলেন? কেনই বা তাঁকে খুন হতে হল? ৩. মিশন কাশ্মীর: হানাদারদের হাত থেকে শ্রীনগর তথা কাশ্মীরকে কে বাঁচানোর আখ্যান। ৪. রয়্যাল চ্যালেঞ্জার: বিজয় মালিয়া'র উত্থান ও লুণ্ঠনের কাহিনি। ৫. সার্জিক্যাল স্ট্রাইক: বাস্তব যেখানে সিনেমার চেয়েও বেশি রোমাঞ্চকর! ৬. চিয়ারলিডার: ললিত মোদি এবং তাঁর কীর্তিকলাপ। ৭. স্পাইস টু অ্যাটাক: কাশ্মীরে রক্তক্ষরণের বদলা নেওয়ার আর এক রোমহষর্ক কাহিনি। ৮. ডায়মন্ড কিং: নীরব মোদি এবং তাঁর কীর্তিকলাপ। ৯. গোল্ডেন গোয়া: স্মাগলিঙের ইঁদুর বনাম প্রশাসনের বেড়ালের এক শ্বাসরোধী খণ্ডচিত্র। ১০. টুয়েন্টি সিক্স ইলেভেন: কী হয়েছিল সেদিন মুম্বাইয়ে? এর প্রতিশোধ কি কোনোদিন নেব না আমরা? ১১. স্বপ্নের মৃত্যু: কেন মরতে হল সত্যেন্দ্র দুবেকে? ১২. হাইটেক স্পাইকন্যা: কীভাবে ওপারের শত্রু এত জায়গা থেকে ছিনিয়ে নিল আমাদের গোপন তথ্য? এই এক ডজন গপ্পো পড়ে আরও একবার মনে হল, সত্য কল্পনার চেয়েও অনেক বেশি লাল, আর অনেক বেশি কালো। সমকালীন বাস্তবের রোমাঞ্চকে আস্বাদন করতে চাইলে এই বইটি অবশ্যই পড়বেন।
কয়েকটি লোমহর্ষক অভিজ্ঞতা দু মলাটের মধ্যে লেখা সহজ কাজ নয়। যতটুকু আমরা খবরের কাগজে পড়ি, সিনেমায় অহেতুক glorification এর মাধ্যমে দেখতে পাই; তার থেকে আরো কঠিন আর নিষ্ঠুর এই সত্যি। বইতেই একমাত্র আসল ঘটনা অনুধাবন করা যায়। সমৃদ্ধ দত্ত একজন সাংবাদিক। ফলে যেকোনো ঘটনার সঠিক তথ্য ও সময়পযোগী narration তাঁর কাছ থেকে পাওয়া সম্ভব। ক্রস বর্ডার তিনি এমনি ভাবে লিখেছেন যাতে প্রত্যেকটা সত্য ঘটনার সেই Raw feeelings টা পাঠক পেতে পারে। এরকম অনেক জানা এবং অজানা কাহিনী লেখক মুন্সিয়ানার সঙ্গে পাঠকের সামনে এনেছেন। সময়ে সময়ে চেয়েছিলাম লেখার গতি একটু রুদ্ধ হোক।আর একটা বর্ণনা দরকার কোনো পলিটিক্যাল সিকোয়েন্স বোঝাতে। কিন্তু বইয়ের পরিসর ক্ষুদ্র হওয়ায় সেই ইচ্ছা অপূর্ণ থেকে গেল।
বইয়ের শেষে কখনো কখনো মনে হয় বিদেশী শত্রুর মতই কোনদিক দিয়ে কম যায়না ঘরের ভেতরের শত্রুরা। তারাও একই ভাবে হিংস্র। আরো বেশি বেশি সাধারণ মানুষ, সরকারি অফিসার দের শোষণ করে যাচ্ছে তারা। এই সত্যি গল্প গুলো তাই হজম করা কঠিন।