Introduction.- LWT-Based Audio Watermarking Using FWHT and SVD.- Audio Watermarking Based on LWT and QRD.- Audio Watermarking Based on FWHT and LUD.- Audio Watermarking Based on LWT and SD.- Conclusions and Future Work.
ভদ্রলোক আমার সুপারভাইজার। নিজের থিসিসের (আসলে রিপোর্ট -_-) Literature Review চ্যাপ্টারের কলেরব সমৃদ্ধ করার পরিকল্পনা করতে গিয়ে দেখলাম বেশকিছু সাইট ব্রাউজ করা লাগবে। আমি শর্টকাট কিছু খুঁজছিলাম, মানে বই। এটা পেয়ে গেলাম। এখন পেপার খোঁজাখুঁজির পরিশ্রম কমে গেল অনেক। সৌভাগ্যক্রমে স্যারের আগের (পড়া) পেপারগুলো ছিলনা। অতএব সময়টা খারাপ কাটেনি। আর তাছাড়া নতুন কিছু টার্মের সাথেও পরিচিত হলাম।