সবকিছু ঠিক থাকলেও মানুষ যা চায়, তা ঘটবে- এমন নয়। নিজের পুত্রের বিয়ে নিয়ে রাত্রি একটু বেশিই ব্যতিব্যস্ত, কিছুটা চিন্তিতও। বিয়েটা যে কোনোভাবেই সম্পন্ন করতে হবে, তিনি কোনো ঝুঁকি নিতে চান না। এমনই ঝুঁকিমুক্ত একটি প্রেমের সম্পর্ক ও বিয়ের ঘটনার কথা মনে পড়ে গেল রাত্রির। সেই বিয়েটি শেষমেষ হয়েছিল কি? রাত্রি ফিরে যায় তার ছেলেবেলায়, যেখানে তার ওপর খবরদারি করে দশম শ্রেণিতে পড়ুয়া ইমন। দু’জনের খুনসুঁটি আর বয়স বেড়ে চলে। এক সময় ইমন পড়াশোনার জন্য রাত্রির কাছ থেকে দূরে যায়, কে জানতো এই দূরত্ব সাময়িক নয়, সারাজীবনের! কেন? কী হয়েছিল রাত্রি ও ইমনের মধ্যে?