বয়সে নবীন সৌজন্য সান্যাল তালতলা শ্রীপল্লি পাড়ায় নতুন। দায়িত্বশীল ও সৃজনমনস্ক সৌজন্য চল্লিশ বছরের পুরনো পাড়ার পুজোকে নতুন আঙ্গিকে সাজাতে চায়। পাড়ার সকলের স্বতঃস্ফূর্ত সাহচর্যও পায় সে। কিন্তু তাকে নিয়ে সকলের মনোভাবই কি এক? ছৌ নাচের মুখোশের আড়ালে কোন অদৃশ্য আততায়ী অন্য ঘুঁটি সাজাচ্ছে!
কৌশিক পালের জন্ম ১৯৭৯ সালের ১৯ অক্টোবর, অবিভক্ত মেদিনীপুরে। শিক্ষা: কুমুদ কুমারী ইনস্টিটিউশন, ঝাড়গ্রাম রাজ কলেজ ও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে। ছোটবেলা থেকেই খেলার মাঠের প্রতি অমোঘ টান। বিশেষত ক্রিকেটের বাইশ গজে। নতুন-নতুন বিষয় শেখার আগ্রহ চিরকালীন। ২০০৬ সালের এপ্রিল মাসে ‘আনন্দলোক’ পত্রিকায় শিক্ষানবিশ সাংবাদিক হিসেবে যোগদান এবং পরবর্তীতে সম্পাদনার দায়িত্ব অর্জন। ‘আনন্দমেলা’, ‘উনিশকুড়ি’, ‘আনন্দবাজার পত্রিকা’-র ‘রবিবাসরীয়’-তে লিখেছেন বেশ কিছু ছোটগল্প। প্রথম উপন্যাস ‘প্লাবন’ ২০২০ সালে ‘সানন্দা’ পুজোসংখ্যায় প্রকাশিত। দ্বিতীয় উপন্যাস ‘উড়ান’ প্রকাশিত হয় পরের বছর, ওই পত্রিকাতেই। কৌশিক অবসরে বেরিয়ে পড়েন প্রকৃতিদর্শনে, কখনও পায়ে হেঁটে সিকিমের দুর্গম পথে, কখনও বাইক নিয়ে মেঘালয় ভ্রমণে।