কবি, গবেষক ও কলামিস্ট। বেসরকারি প্রতিষ্ঠানের গবেষণা ও উন্নয়ন বিভাগে কাজ করার পাশাপাশি দৈনিক পত্রিকায় নিয়মিত কলাম লিখি। বাংলাদেশের বাইরে বেশ কিছু প্রবন্ধ প্রকাশিত হয়েছে যুক্তরাষ্ট্রের আর্টিকেল প্ল্যানেট, ফিলিপাইনের জেওডি ও বেলজিয়ামের সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরামের জার্নালে। সাহিত্যে কাজের স্বীকৃতি হিসেবে জুটেছে দেশ পাণ্ডুলিপি পুরস্কার (২০১৮), ডায়লগইন গ্লোবাল বেঙ্গলি লিট ফেস্ট কবিতা পুরস্কার (২০২১) এবং পাললিক সৌরভ তরুণ লেখক সম্মাননা (২০২১)।