রাজনীতির যে অধ্যায়গুলো সাদা চোখে দেখা যায় না, যাদের অর্থ বুঝতে গেলে সাময়িক দেশ-কালের পরিবর্তে বৃহত্তর পরিপ্রেক্ষিতটির বিচার জরুরি হয়ে পরে, অথচ যার মধ্যে আছে টানটান থ্রিলারের রসদ— এমন নানা অধ্যায় নিয়েই সমৃদ্ধ দত্ত লিখে চলেছেন তাঁর 'ব্ল্যাক করিডর'। এই খণ্ডে তাঁর অনুসন্ধানী দৃষ্টির আওতায় এসেছে উপমহাদেশের বেশ কিছু হত্যাকাণ্ড তথা রহস্যময় মৃত্যু। যে-সব চরিত্র এতে আলোচিত হয়েছেন তাঁরা হলেন~ ১. মহাত্মা গান্ধী; ২. ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়; ৩. সলোমন বন্দরনায়েক; ৪. শেখ মুজিবুর রহমান; ৫. ইন্দিরা গান্ধী; ৬. রাজীব গান্ধী; ৭. নেপাল রাজবংশের কিছু সদস্য; ৮. বেনজির ভুট্টো। এই চরিত্রদের মৃত্যুর পটভূমিটি একেবারে শ্বাসরোধী গদ্যে ফুটিয়ে তুলেছেন লেখক। শুধু এই মৃত্যুগুলোর 'হু' আর 'হাউ' নিয়েই মাথা ঘামাননি তিনি। কীভাবে একটি রাষ্ট্রের অভ্যন্তরীণ ও বাহ্যিক নানা টানাপোড়েন একটি চরম মুহূর্তের সৃষ্টি করে, কেন সেই মুহূর্তটি এক রাষ্ট্রনায়ক বা নেতাকে নিয়ে আসে আততায়ীর নিশানায়, কী প্রতিক্রিয়া হয় সেই মৃত্যুর— এগুলোই তাঁর কাছে মুখ্য আলোচ্য হয়েছে। ফলে এই উপমহাদেশের প্রায় চার দশকের রাজনৈতিক ও সামরিক ইতিহাসের বহু গুরুত্বপূর্ণ অধ্যায় লেখাগুলোতে উঠে এসেছে অত্যন্ত সংক্ষেপে। চমৎকার বই, যাকে রাজনীতিতে আগ্রহীদের কাছে প্রায় অবশ্যপাঠ্য বলা চলে। সংক্ষিপ্ত আলোচনায় তৃপ্ত না হওয়া পাঠকদের জন্য বইয়ের শেষে থাকা তথ্যঋণ হিসেবে উল্লিখিত বইগুলো-ও পাঠনির্দেশিকা হিসেবে কাজ করবে। সুযোগ পেলেই পড়ে ফেলুন।