নতুন বছর শুরু হতে না হতেই বই পড়া শুরু করে দিলাম। অনেকদিন ধরেই ভাবছিলাম, The Highway Murders এর লেখক শ্রী সৌরভ মুখার্জির লেখা বাংলা কোনও বই পড়ব আর তাই নিউটাউন বইমেলা থেকে সংগ্রহ করলাম "ঐন্দ্রিলা ঘরে ফেরেনি"।
📖ঐন্দ্রিলা ঘরে ফেরেনি
📝সৌরভ মুখার্জি
🌠BIVA
📙পৃষ্ঠা সংখ্যা - ১৪৪
মুদ্রিত মূল্য - ১৪৪/-
বিস্তারিত ভাবে আলোচনা করার আগে উপন্যাসের প্লটটা ছোট করে একটু দেখে নেওয়া যাক। শিবপুরের কাছে কোনও এক প্রভাবশালী রাজনৈতিক দলের নেতার বাগানবাড়ি থেকে ঐন্দ্রিলার দেহ উদ্ধার করা হল। মৃতের শরীরের অনেক জায়গায় বেশকিছু ল্যাসারেটেড উন্ড পাওয়া গেল। এর থেকে বোঝা গেল, কেউ বা কারা ওকে হার্ড, ব্লান্ট কিছু দিয়ে আঘাত করে হত্যা করেছে। তদন্তে নামল, কলকাতা পুলিশের এসিপি অগস্ত্য। একে একে উঠে আসতে থাকল এই ঘটনার সাথে জড়িয়ে থাকা অনেক তথ্যপ্রমাণ। মার্ডার কেসের তদন্তে নেমে সমকালীন রাজনীতির অনেক কিছুই পুলিশের সামনে আস্তে আস্তে উন্মুক্ত হতে শুরু করে। শেষমেশ, পুলিশের কাছে ধরা পড়ে আসল অপরাধী।
ভাল লাগল -
১. উপন্যাসের গতি।
২. প্লট।
৩. লেখার স্টাইল।
৪. ভাষার ব্যবহার।
৫. রহস্যের পরিবেশ লেখক শেষ পর্যন্ত বজায় রাখতে সমর্থ হয়েছেন।
অনেকগুলো জায়গায় টেকনিক্যাল এরর চোখে পড়ল - ময়না তদন্তে কখনোই মৃত্যুর সময় নিশ্চিত করে বলা থাকে না, অথচ এখানে পুরো তদন্তটা মৃত্যুর সময়ের উপরেই দাঁড়িয়ে আছে। মার্ডার ওয়েপনে যে রক্তের দাগ ছিল সেটা মাটির তলায় এতদিন থাকার পরে সেই রক্ত থেকে কি DNA বের করা সম্ভব? তাছাড়া মোবাইলে missed call হলে তার reflection CDR বা call details এ একেবারেই থাকে না, যা এখানে দেখানো হয়েছে। পেইজ 134 এ বলা হয়েছে - ঐন্দ্রিলা দরজা খুলতেই অপরাধী ওর মুখে ও মাথায় ব্যাট দিয়ে আঘাত করে। তাৎক্ষণিক এই আঘাতের পরে কারোর পক্ষে ওই অপরাধীর হাতে নখ দিয়ে পাল্টা আঘাত করা কী করে সম্ভব (পেইজ 139)?
যাইহোক, মোটের উপরে উপন্যাসটি খুব একটা খারাপ লাগল না। বইয়ের বাঁধাই, পেইজ কোয়ালিটি ভাল। প্রচ্ছদ ভাবনাও আমার ভাল লেগেছে।