নীল চ্যাটার্জীর অ্যাডভেঞ্চার।এবারের গন্তব্য মরিশাসের একটি দ্বীপ,প্যারাকিট। বিখ্যাত পক্ষী বিজ্ঞানী সুরজিত সান্যালের সাথে নীল বেড়িয়ে পরে মরিশাসের পথে। উদ্দেশ্য কিছু হারিয়ে যাওয়া পাখি দেখা।এই খবরটা সুরজিত সান্যাল পেয়েছেন তার বন্ধু শ্রীকান্ত যোগীর কাছ থেকে। কিন্তু পোর্ট ম্যাথুরিনে পৌঁছে তারা জানতে পারে প্যারাকিট আসলে অভিশপ্ত।দ্বীপটির পিছনে কিছু অন্ধকারাচ্ছন্ন ইতিহাস রয়েছে। এরপর নীল আর সুরজিত সান্যাল সেখানে পৌঁছে কি কি দেখেন,কোন সমস্যায় পরেন সেই নিয়ে গল্প এগিয়েছে। সবকিছু ভাল হওয়া সত্ত্বেও,মূল ঘটনাটা আরেকটু বিশদে লিখলে ভাল হত।তাই এক তারা বাদ।