ঋতুরাজ বসন্ত যেমন প্রকৃতিতে সঞ্চার করে নতুন প্রাণ, বৃক্ষে বৃক্ষে আসে নবপল্লব আর কচি শাখা; রমাদানও ঠিক একইভাবে পুনরুজ্জীবিত করে তোলে মুমিন হৃদয়কে। ঝিমিয়ে যাওয়া ঈমানকে চাঙ্গা করে দিতে আর অগণিত গুনাহগুলোকে ঝরিয়ে দিতেই মাহে রমাদানের আগমন ঘটে আমাদের জীবনে। তবে আফসোসের বিষয় সেই রমাদানের সাক্ষাৎ আমরা জীবনের অনেকগুলো বছরে পেয়ে থাকলেও হাসিল করতে পারিনি রমাদানের আসল উদ্দেশ্য।
এবারে তাই একটু ভিন্ন আঙ্গিকে চিন্তা করতে, ভিন্ন আঙ্গিকে দেখতে; রমাদানকে নিয়ে গল্প সাজানো যাক। তোমাদের রমাদানের অনুভূতি তৈরি হোক ষোলোর সাথে, ঈমানের পথে। আর দীর্ঘ এক মাস ইহসানের সাথে সাওম পালন করে এবারের ঈদ হয়ে উঠুক গুনাহ থেকে নিজেকে হালকা অনুভব করার আনন্দের উৎসব। এবারের ঈদ হোক জীবনের সেরা ঈদ।
পবিত্র রমাদান এবং আনন্দের এই মহান অনুষ্ঠান ঈদকে ঘিরেই এবারে আমাদের আয়োজন- ‘ষোলো রমাদান ও ঈদ সংখ্যা'। আল্লাহ আমাদেরকে রমাদানের সকল সাওম ইহসানের সাথে পালন করে ঈদ পর্যন্ত পৌঁছে দিন। আমিন।