সুখ কী জিনিস বোঝর আগেই সুখ নামের পাখিটা উড়াল দিলো জীবন থেকে। বাবার মৃত্যু থেকে শুরু হলো সমস্যার জট। অসহায় মা আর অকর্মা ছোট ভাাই। উজলারা নিজেদের স্বার্থ দেখার সময় পায়না। কেউ ওদের স্বার্থ দেখেও না। যারা দেখতে আসে তারা হয় অপমানিত। আপনজনদের নোংরা স্বার্থপরতা বারবার পর্যুদস্ত করে উজলাদেরকে। তবুও উজলারা বেঁচে থাকে এ সমাজে। ক্ষীণ আশা নিয়ে।
["উজলার নির্জলা দিনে" বইটির সিক্যুয়েল। তবে কেউ যদি বইটি না পড়েও থাকে তবুও ঘটনা আঁচ করা যাবে। ]