Jump to ratings and reviews
Rate this book

জিপসি রাত

Rate this book
মস্কোয় রেড স্কোয়ারে মে-ডে উপলক্ষে গর্বাচভের ভাষণ ভাষা না বুঝেও শুনতে শুনতে রুমানিয়ার মেয়ে ইলিনার সঙ্গে পরিচয় হয় জিপসিদের জীবন নিয়ে গবেষণারত কলকাতার সুধীনের। তার কিছুদিন পর রুমানিয়ার কমিউনিস্ট শাসক চাওসেস্কু-হত্যার দিনগুলিতে সে-দেশের রোজকার রক্তক্ষয়ী ভাঙচুরের প্রত্যক্ষ বর্ণনায় উত্তপ্ত চিঠিগুলির মধ্যে তার প্রতি সদ্য-তরুণী ইলিনার গভীর ভালোবাসার পরিচয় পেয়ে সুধীন বিচলিত।এদিকে নবতিপর মহা প্রাজ্ঞ, পণ্ডিত, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও পরে অধ্যাপক, সুধীনের পিতৃদেব একমাত্র জীবিত বংশধর সুধীনের জন্য পুঙ্খানুপুঙ্খ এক পাপনামা গোপন ডায়েরিতে লিখে রেখে গেছেন। পড়ে সুধীন বিস্মিত, দিশাহার। ছিন্নভিন্ন সুধীনের জীবনে হড়কা বানের মতো আছড়ে পড়ল আরও একটি ভূমিকম্পের আঘাত। বোবা-কালা যমুনার সঙ্গে এক ঝড়ের রাতে মিলিত হওয়ায় মেয়েটি গর্ভবতী হয়। বৃদ্ধা অতসীবালা ‘কুমারী পোয়াতি’ মেয়েটিকে ‘বিড়াল পার করা’র মতো নিয়ে কোথায় হারিয়ে যায়। সকলের অগোচরে তাকে খুঁজে ফেরে সুধীন। গভীর ভালোবাসার মধ্যে জীবনকে ছিঁড়েখুঁড়ে দেখা আর সেই সূত্রে হারানো কিছু মূল্যবোধের পুনর্জন্ম- এই হল এ উপন্যাসের প্রাণভোররা। একদিকে কমিউনিজম ভেঙে পড়বার মুখে রাশিয়া, রুমানিয়া, আরেক দিকে কলকাতা, কাশী, সুন্দরবনে ঘটনাজাল ছড়ানো এই উপন্যাস আসলে ভালবাসার এক অবিস্মরণীয় ইতিবৃত্ত।

220 pages, Hardcover

First published September 1, 2017

2 people want to read

About the author

Amarendra Chakraborty

10 books3 followers
১৯৭৯ সালে শাদা ঘোড়া ও ১৯৮৬-তে হীরু ডাকাত, তারপর গৌর যাযাবর, আমাজনের জঙ্গলে, বরফের বাগান, গরিলার চোখ প্রভৃতি ছোটদের বইয়ের লেখক, শিশুসাহিত্যে বিদ্যাসাগর ও সাহিত্য অকাদেমি-সহ বিবিধ পুরস্কারে ভূষিত অমরেন্দ্র চক্রবর্তীর কয়েকটি বই ইতিমধ্যেই বহু ভাষায় অনূদিত। তাঁর ভ্রমণকাহিনি ‘সুমেরুবৃত্তে ভ্রমণ’, ‘বন্ধুভরা বসুন্ধরা’-র পাশাপাশি তাঁর ছোট গল্প সংকলন ‘নিমফুলের মধু’-র পর ২০১৩ সালে লেখকের প্রথম উপন্যাস ‘বিষাদগাথা’ ধারাবাহিক প্রকাশের সময় থেকেই বহুজনের প্রশংসাধন্য। ‘কবিতা-পরিচয়’, ‘কর্মক্ষেত্র’, ‘ভ্রমণ’, ‘কালের কষ্টিপাথর’, ‘ছেলেবেলা’ ইত্যাদি পত্রিকার প্রতিষ্ঠাতা-সম্পাদক, ওয়ার্ল্ড এডিটর্স ফোরামের প্রাক্তন এক্সিকিউটিভ মেম্বার অমরেন্দ্র চক্রবর্তী বিশ্বের নানা দেশ ঘুরেছেন। বিভিন্ন দেশের ওপর তাঁর হাতক্যামেরায় ভিডিও চিত্র টেলিভিশন চ্যানেলে নিয়মিত সম্প্রচারিত। ২০১৪ ও ২০১৬-য় কবি, কথাসাহিত্যিক, চিত্রশিল্পী অমরেন্দ্র চক্রবর্তীর একক চিত্র-প্রদর্শনী বহু বিশিষ্টজনের প্রশংসাধন্য। কবিতা, কিশোরসাহিত্য, গল্প, উপন্যাস, ভ্রমণকথা- সাহিত্যের বিভিন্ন শাখায় তাঁর স্বচ্ছন্দ বিচরণ।

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
0 (0%)
4 stars
0 (0%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
No one has reviewed this book yet.

Can't find what you're looking for?

Get help and learn more about the design.