Jump to ratings and reviews
Rate this book

ফার্স্ট টাইম সেকেন্ড ম্যারেজ

Rate this book
সাধারণত মানুষ ভুলবশত খাল কেটে কুমির আনে। কিন্তু কুমিরভরা খালে গিয়ে স্বেচ্ছায় ঝাঁপ দেয় ক’জন? সাজিদ দিয়েছে!

কিছুদিন আগেও সাজিদের নিজের বলতে তেমন কিছুই ছিল না। থাকার মধ্যে ছিল কেবল গ্রামের ভিটে-মাটি, খানিক সহায়-সম্পত্তি, কতক হাঁস-মুরগি আর বিশালায়তনের ফুলি। এরপর প্রথমবারের মতো ঢাকায় ভ্রমণ রাতারাতি তার জীবনটাই পাল্টে দিল।

কিছু বুঝে ওঠার আগেই সাজিদের ভাগ্যে এসে জুটল ফুটফুটে একটি বউ। তার পরিবারে গিয়ে মিলল একটি করে শ্বশুর, শাশুড়ি আর শ্যালক। পরিবারহীন সাজিদের কাছে এ যেন লটারি জয়।

কিন্তু এত সুখ তার কপালে সইবে কেন?

নতুন পরিবার, ঢাকার পরিবেশ, আশপাশের নানান কাহিনি-কেচ্ছা তার জীবনে একাধিক জট সৃষ্টি করে। এই জট খুলতে গিয়ে আবিষ্কার করবেন, জীবন কতটা অদ্ভুত। আরও অদ্ভুত এ উপন্যাসের সকল চরিত্র, ঘটনা ও কাহিনি। যা আপনাকে প্রাণখুলে হাসাবে, কোথাও আবেগী করে তুলবে, কোথাও-বা ভাবিয়ে তুলবে। এমনকি উঠতে পারে রাগও!

তবে পিংকি প্রমিজ, উপন্যাসের শেষপ্রান্তে গিয়ে সেই রাগ গলে হয়ে যাবে টলমলে জল।

প্রচ্ছদ : রাকিব রাজ্জাক

224 pages, Hardcover

First published March 11, 2022

1 person is currently reading
59 people want to read

About the author

Zamsedur Rahman

10 books162 followers
জামসেদুর রহমান সজীব এর জন্ম রাজবাড়ী জেলাশহরে। ছোটবেলা থেকেই জাতীয় পত্রিকায় লেখালেখি করেন। রাজবাড়ীতে ‘আড়ম্বর’ শিশু সংগঠনের প্রতিষ্ঠাতা। বর্তমানে সাহিত্যের ছোটকাগজ ‘মুদ্রণশিল্প’ সম্পাদনার দায়িত্বে রয়েছেন। চলচ্চিত্র নির্মাতা হিসেবেও সফল এ তরুণ সংগঠক। বেশ কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত ‘শিশু চলচ্চিত্র উৎসব বাংলাদেশ ২০১৭’তে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে তার নির্মিত ‘বাড়ি ফেরা’ চলচ্চিত্রটি।

খুব ছোট্ট একটি সূত্র অনুসরণ করেন জীবনে। নিজে হাসিখুশি থাকতে হবে, আশপাশের সকলকেও হাসিখুশি রাখতে হবে। একারণেই বেছে নিয়েছেন লেখালেখি। নিয়মিত রম্য লিখছেন। পাঠকের মাঝে ছড়িয়ে দিচ্ছেন হাসি-আনন্দ।

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
14 (50%)
4 stars
11 (39%)
3 stars
2 (7%)
2 stars
1 (3%)
1 star
0 (0%)
Displaying 1 - 14 of 14 reviews
Profile Image for Dystopian.
435 reviews231 followers
March 11, 2023
সত্যি বলতে লেখকের রস বোধ উচ্চমর্গীয় লেভেলের! খান ফ্যামিলির পর আরেকটি দারুন উপহার দিলেন আমাদের।
তবে বলতেই হয় শুধু রম্য নয়, স্যাটায়ার এর রূপান্তর করতে পেরেছেন তিনি। গল্প বেশ গোছানো, সূক্ষ্ম ভাবে মানবিক ম্যাসেজ দেওয়া হাস্যরসের ভেতরে। তারথেকে বড় কথা ২২৪ পেজের পূর্ণাঙ্গ উপন্যাস এই জনরার ভেতর লিখতে গিয়ে লেখক মোটেই খেয় হারায় ফেলেন নি উলটো দারুন লিখনশৈলী দেখিয়েছেন যার কারনে পুরা উপন্যাস ছিল সাবলিল আর রোলারকোস্টার, এতটা এক্সপেক্ট করতে পারিনি!

লেখকের জন্য শুভ কামনা৷
Profile Image for Nazmus Sadat.
144 reviews
March 11, 2024
I dared to judge a book by its cover, and well, let's just say I paid the price. Zamsedur Rahman Sajib’s (জামসেদুর রহমান সজীব) “First Time Second Marriage (ফার্স্ট টাইম সেকেন্ড ম্যারেজ)” is a romantic satire that caught my attention on Goodreads in 2023. I picked it up at this year’s (2024) Omar Ekushey Boimela solely for its hilarious title and a charmingly eye-catching cover.

Sajid, the main character of this story, a hilariously simple soul—so simple that you might mistake it for sheer stupidity. Just as Sajid is simple, Sajib’s to-be love interest Meena is straightforward, determined, and exceptionally smart. The moment Sajid leaves his village for Dhaka, everything quirky and bizarre starts happening in his life.

The short yet somewhat beautiful story attempts to humorously dissect society, delving into the then-current affairs like the chaos of the corona lockdown, social and political upheavals, law crimes, and yellow journalism etc. Apart from the main characters, numerous guest characters have portrayed the anomalies of the society in a very humorous way, making the reader both think and laugh. The feel of family bonding is remarkably heartwarming.

Now, onto the criticism. While the book's content and ideas deserve applause due to their uniqueness, execution falls short. Despite attempts at satire and sporadic genuine humor, most jokes fall uneven, feeling forced. To me, this is the biggest letdown of the book. The plot, though fine, suffers from weak execution, with some areas feeling redundant. Sentence structure is decent, but occasional word repetition hampers the flow. Moreover, spelling should be checked during the next publication.

That being said, I wouldn't personally recommend this to everyone, but I applaud Sajib's attempt at satire in a thriller-dominated Bengali literary scene. As a new writer, Mr. Sajib has immense potential, and I believe he has a promising journey ahead. I wish him the best for future literary endeavors. Hopefully, with time, these hiccups will evolve into genuinely compelling narratives. Here's to Sajib's future success📚✨!
Profile Image for তান জীম.
Author 4 books279 followers
July 18, 2022
২.৫*
আমার পড়া লেখকের দ্বিতীয় উপন্যাস। লেখকের গল্প বলার সহজাত গুণ আছে যেটাকে বইয়ের গুণবিচারে সাবলীল লিখনশৈলী বলা যায়। শুধু এই একটা কারণেই লেখকের সামনে এগিয়ে যাবার সম্ভাবনা দেখি আমি। প্লটটা ঠিকঠাক হলেও এক্সিকিউশনে দূর্বলতা আছে যে কারণে গল্পটা মনের ভেতর শক্তিশালী কোন ছাপ ফেলতে পারেনি। কিছু জায়গায় বাহুল্য রয়ে গেছে, যে কারণে গল্প কয়েক জায়গায় ঝুলে গেছে। এ কথাটা লেখকের খারাপ লাগলেও আশা করি তিনি পজিটিভভাবে নিয়ে নিজের এই দিকটা উন্নতির চেষ্টা করবেন। আর শেষমেষ তাকে একটা ধন্যবাদ দেয়া উচিত, থ্রিলার জয়জয়কারের বাজারে তিনি রম্য লেখার সাহস করেছেন বলে। লিখতে থাকুন তবে ফাও একটা পরামর্শ দেই।

ক্লাসিক রম্য আর ভাঁড়ামিকে একটা বাঁশের দুই প্রান্ত ধরলে আপনি এই মূহূর্তে মাঝামাঝি অবস্থানে আছে। লেখাকে আরো শক্তিশালী করার লক্ষ্যে সূক্ষ্ম পার্থক্যটা আরো ভালোভাবে আয়ত্ত করতে পারলেই আপনি জিতবেন। এ লক্ষ্যে আরো বেশি রম্য পড়ার অনুরোধ রইলো।

বহু নেগেটিভ কথার মাঝেও একটা পজিটিভ কথা বলে যাই। আপনার লেখায় পরিবারের বন্ধনের উষ্ণতাটা আমি টের পাই। এটাকে ধরে রাখবেন প্লিজ।
Profile Image for Tasnia Zaman.
12 reviews4 followers
March 24, 2023
ফেসবুকের ক্যানভাস গ্রুপে প্রথম পরিচয়। লেখক তখন নিয়মিত রম্যগল্প লেখে। তার সেন্স অফ হিউমার ভালো লাগতো। জানলাম তার বইও আছে কিছু। তখন সংগ্রহ করেছিলাম রম্য উপন্যাসগুলো। ‘খান ফেমিলি’ পড়ে নিশ্চিত হলাম এই লেখক রম্যতে দারুণ কিছু করবে। প্রত্যাশার চাইতে ভালো লিখেছে। বাকি রইলো আরেকটা বই।

‘ফার্স্ট টাইম সেকেন্ড ম্যারেজ’ শুধু রম্যতে আটকে থাকে নি। এটা একইসাথে স্যাটায়ার, সিটকম। নতুন লেখকেরা লেখার ধরন ও বিষয়বস্তুতে মাঝেমধ্যে হতাশ করে। আমি যেহেতু তার একটি রম্য উপন্যাস পড়েছি, দ্বিধায় ছিলাম এবার সে কি লিখবে? নতুন বা ব্যাতিক্রম কিছু লিখতে পারবে কিনা। কিন্তু এখানে সে পাশমার্ক পেয়ে উৎরে গেছে। পূর্বের বই থেকে একেবারে ভিন্ন আইডিয়া থেকে উপন্যাসটি লেখা।

কাহিনি ছোট, তবে সুন্দর। কিন্তু উপন্যাসের বিশেষত্ব হলো আমাদের চারপাশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাগুলোকে অত্যন্ত হাস্যরসাত্মকভাবে তুলে আনা হয়েছে। মূল চরিত্রের পাশাপাশি অসংখ্য অতিথি চরিত্র দ্বারা সমাজের অসঙ্গতি, করোনা, সামাজিক ও রাজনৈতিক দোলাচল, আইন অপরাধ ও সাংবাদিকতার নামে অনিয়ম আর অব্যবস্থাপনা রম্য-স্যাটায়ার মাধ্যমে তুলে ধরা হয়েছে। যা প্রতিবাদ হিসেবে ব্যবহার হয়েছে। সেসব বিষয় পাঠককে যেমন হাসাবে তেমনি ভাবতে বাধ্য করবে। শুধুমাত্র কনটেন্ট-আইডিয়া বিচারেই বইটি ভূয়সী প্রশংসার দাবি রাখে। আমি ব্যাক্তিগত অভিজ্ঞতায় বলতে পারি এ ধরনের লেখা আগে কখনো পড়া হয় নি। কেউ যদি রম্য ছাড়াও ভিন্নধরনের কোন উপন্যাস পড়তে চায় তাহলে বইটি তার জন্য দারুণ এক অভিজ্ঞতা হবে।

উপন্যাসটি পড়ার সময় আমার মনে হয়েছে ভিন্ন এক জগৎ সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। দৈনন্দিন জীবনের দুশ্চিন্তা-সমস্যা থেকে মুক্তি পেতে এই জগতে যে কেউ যেতে চাইবে। অথবা পাঠক নিজে থেকেই বইটি পড়তে গিয়ে বর্তমান সময়ের দুঃখ-যন্ত্রণা থেকে আপনাআপনি পরিত্রাণ খুঁজে পাবে। জেনে অবাক হবেন, রম্য এই জগতে লেখক তার দুটো উপন্যাসের সেতুবন্ধনও করেছে। এক উপন্যাসের চরিত্র আরেক উপন্যাসে অতিথি হিসেবে উপস্থিত আছে। আগের বইটি পড়া থাকলে মজা পাবেন বেশি। খান ফেমিলির মতো নির্দিষ্ট মেসেজের উপর ভিত্তি করে না লেখা হলেও এ বইটিতে বিভিন্ন ঘটনার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের নানান অসঙ্গতি নিয়ে হাস্যরসাত্মক উপহাস করা হয়েছে। যার মাধ্যমে একাধিক ম্যাসেজ পাওয়া যায়। চমৎকার এক অভিজ্ঞতা পেতে বইটি পড়তে পারেন।
Profile Image for Saymun Kaiser.
24 reviews
April 1, 2024
বইটা প্রথম দেখায় ভেবেছিলাম এতো বড় বই পড়তে কত মাস যে লাগবে।কিন্তু যখন শুরু করি, এক বসায় পুরো বই শেষ করে ফেলি।বইটা আসলেই অনেক মজার।এখানের লেখকে ক্রেডিট দিতেই হয়।এতো সুন্দর করে লেখেছে যে,একটু পড়লে আরোটু পড়তে মন চাই। বইতে গ্রাম থেকে আসা সহজসরল ছেলে যে শহরে বন্ধু বাড়িতে ঘুরতে গিয়ে তার সাথে একের এর এক ঘটনা ঘটতে থাকে।যেটা গল্পকে আরো সুন্দর করে তুলেছে।
Profile Image for Samsudduha Rifath.
428 reviews22 followers
April 7, 2022
ফার্স্ট টাইম সেকেন্ড ম্যারেজ

লেখকঃ জামসেদুর রহমান সজীব

জনরাঃ রম‍্য উপন‍্যাস

রেটিংঃ ৫/৫

পাঠ-প্রতিক্রিয়া :

খান ফ্যামিলির পর আজ এই বইটিও শেষ করলাম। খান ফ্যামেলি থেকে দ্বিগুন হাসির ভাণ্ডার এই বইটি। চমৎকার ভাবে প্রতিটি চরিত্র তুলে ধরেছেন লেখক।

গ্রাম থেকে শহরে ঘুরতে আসা সাজিদের জীবনে ঘটে যাওয়া প্রতিটি কান্ডকারখানা আপনাকে হাসাতে বাধ্য করবেই। বর্তমান সমাজের অবস্থা, করোনাকালীন লকডাউন, হলুদ মিডিয়া নিয়ে অনেক হাস্যরসাত্বক ভাবে উপস্থাপন ও মূল্যয়ন সত্যিই লেখক প্রশংসার দাবীদার। স্বার্থপর মানুষে সমাজ তা মজিদের সাথে ঘটে যাওয়া ঘটনা পড়ে বুঝতে পারবেন। অন���ক হাসিয়েছে এই বইটি।১০২ পৃষ্ঠায় যা লেখা দিয়েছেন লেখক তা অনেক মানুষের মনের কথা।খান ফ্যামিলির ও আগমন পড়ে ভালো লেগেছে। ব্যাক্তিগত সংগহ হিসেবে বইটি আপনাকে হতাশ করবে না । শুভকামনা রইলো লেখকের জন্য।
Profile Image for Sidratul Muntaha Pahela.
67 reviews
March 26, 2023
কথায় আছে, 'Don't judge a book by it's cover'. কিন্তু এই ব‌ইটার প্রচ্ছদ দেখেই কিনেছি ।'খান ফ্যামিলি' আমার wishlist এ ছিল। কিন্তু এই ব‌ইটা আগে কিনে ফেলেছিলাম। রুমমেট এর মন খারাপ ছিল। আমি পড়ার আগে ওকে পড়তে দিয়েছিলাম।বেচারী দুই পৃষ্ঠা পড়ে হাসতে হাসতে বিষম খাওয়ার মত অবস্থা।তখন বুঝলাম ব‌ইটা কিনে ভালো করেছি।ও হ্যাঁ। 'খান ফ্যামিলী ' পরে কিনলেও সেটা আগে পড়ে ফেলেছি।

জামসেদুর রহমান সজীব ভাইয়ার পাঁচটি ব‌ইয়ের মধ্যে তিনটি ব‌ই পরপর পড়া শেষ। অর্থাৎ হ্যাটট্রিক!!!
Profile Image for Tanmoy Saha.
4 reviews1 follower
November 3, 2022
one of the best hilarious book i ever read.

সমসাময়িক বিষয় নিয়ে সার্কাজম, পরিবার নিয়ে মিষ্টি গল্প, সহজ সরল ভাষায় রচনা বইটাকে সুখপাঠ্য করেছে। তবে আগের রম্য উপন্যাস খান ফ্যামিলীকে ছাপিয়ে যেতে পারল না।
Profile Image for Aryjul Islam.
13 reviews
June 1, 2022
শুধু রম্য নয়, স্যাটায়ার হিসেবেও উপন্যাসটি সফল। পড়ে অনেক মজা পেয়েছি।
Profile Image for Nowshin  Tasnova Aurpa.
5 reviews1 follower
March 14, 2022
যেহেতু, 'ফার্স্ট টাইম সেকেন্ড ম্যারেজ' একটা রম্য উপন্যাস, তাই আমি খুবই সাবলীল ভাষায় এই বইয়ের রিভিউটা দিতে যাচ্ছি।
আমাদের প্রাত্যহিক জীবনে স্বাভাবিকভাবেই অনেক কিছু ঘটে থাকে। কিন্তু এই বইটির বিশেষত্ব হচ্ছে, খুব স্বাভাবিকভাবে ঘটে যাওয়া বিষয়গুলো লেখক অত্যন্ত হাস্যরসাত্মক ভাবে ফুটিয়ে তুলেছেন। 'খান ফ্যামিলি' বইটি আমাকে খুব হাসিয়েছিল। এর চেয়ে ঢের বেশি হাসিয়েছে এই বইটি। রম্য বই মূলত পড়া হয় আনন্দের জন্য। কিন্তু একটা রম্য বই স্বার্থক তখনই হয়, যখন সেই রম্যটা কোথাও না কোথাও গিয়ে স্যাটায়ার হয়। বর্তমান সামাজিক অবস্থা, করোনাকালীন অবস্থা, লকডাউন, রাজনৈতিক অবস্থার হেরফের, হলুদ সাংবাদিকতা এসকল বিষয়ে বিদ্রুপমূলক নিন্দা একদিকে যেমন হাসিয়েছে তেমনি অন্য দিকে নতুন ভাবনার দোয়ার উন্মুক্ত করেছে৷ আর এইসব রঙ্গ তামাশার মধ্য দিয়ে 'সাজিদ' ও 'মীনা'-এর এক ছোট্ট ভালোবাসা পূর্ণতা পেয়েছে।

সাজিদ এ গল্পের প্রধান চরিত্র। খুব জটিল বিষয়কে সহজভাবে দেখার দৃষ্টিভঙ্গি আছে তার। সাজিদের সহজ সরল মনোভাব প্রতিবার আমাকে একটা বাক্য মনে করিয়ে দেয়। 'জীবন খুব সহজ। একে জটিল করি আমরাই।' সাজিদ চরিত্রের সহজ ভঙ্গিমা আমাকে বারবার এ চরিত্রের প্রতি আকৃষ্ট করেছে।ইশ! আমরা সবাই যদি জীবনকে খুব সহজভাবে উপভোগ করতে পারতাম!

সাজিদ যেমন একদিকে সহজ সরল মীনা ঠিক তেমনি স্ট্রেট ফরোয়ার্ড। মীনা চরিত্রের একটা বিষয় আমার খুব ভাল্লেগেছে। আর সেটা হলো, "যেকোনো বিষয়ে মীনার পয়েন্ট অব ভিউ খুব স্ট্রং। আর সে তার মতামত যেকোনো জায়গায় যেকোনো পরিস্থিতিতে নিঃসঙ্কোচে রাখতে পারে।" এরকম স্ট্রেট ফরোয়ার্ড একটা মেয়ের মনের কথা, দৃষ্টিভঙ্গি এবং ভালোবাসা লেখক চমৎকারভাবে ফুটিয়ে তুলেছে।

এই বইয়ে আমি কিছু ইউনিক কনসেপ্ট লক্ষ্য করেছি। বইয়ের প্রথম ইউনিক কনসেপ্ট, যেটা আমাকে আকৃষ্ট করেছে এবং এ বইকে অন্য বই থেকে আলাদা করেছে, সেটি হলো "কাঠগড়ায় লেখক" নামক শব্দটি। সাধারণত সকল বইয়ের শুরুতে "ভূমিকা" নামক অংশে বইয়ের উপজীব্য বিষয় ও দৃষ্টিকোণ আলোকপাত করা হয়। কিন্তু এ বইয়ে লেখক ভূমিকার বৌদলতে থাম্বলটির নাম দিয়েছেন "কাঠগড়ায় লেখক"। এখানে লেখক নিজেকে পাঠকের কাঠগড়ায় দাঁড় করিয়েছন তো বটেই, সেই সাথে সকলকে আলোচনা,সমালোচনা,প্রসংশা করারও অধিকার দিয়ে দিয়েছেন। অর্থাৎ, বইটি পড়ে লেখকের উপর সম্পূর্ণ দাবি খাটিয়ে আপনি মনের কথা প্রকাশ করতে পারবেন। আরেকটি বিষয় যেটি আমার নজর কেড়েছে সেটি হলো লেখকের একদম সহজ-সরল স্বীকারোক্তি। লেখক তার গল্পের শুরুতে লিখেছেন, " আমি মূলত লিখি নিজের আনন্দের জন্য। যা আমার লিখতে ইচ্ছা করে,যেটা লিখে আমি শান্তি পাই, সেটাই লিখি। কোনোরকম নিয়ম-রীতির তোয়াক্কা করি না।" বইটা পড়ার পর, আমি বলব যে লেখক আসলেও কোন নিয়ম-নীতির তোয়াক্কা করেননি। যেখানে, যে বিষয়বস্তু গুলোকে বিদ্রুপমূলক নিন্দা করার প্রয়োজন বোধ করেছেন; নিঃসঙ্কোচে করেছেন। লেখকের লিখনীতেও আরেকটা বিষয় লক্ষ্য করলাম। আমরা যেরকম স্বাভাবিক কনভারসেশান করি; লেখকের লিখনীও ঠিক সেরকম। বইটি পড়লে আপনার মনে হবে আপনি কোন রম্য ধারাবাহিক নাটক/সিরিজ দেখছেন।

এই বইয়ে অনেকগুলো চরিত্র। মজার বিষয় হচ্ছে সবগুলো চরিত্রই বাস্তব জীবন থেকে নেওয়া। বিষয়টি আমার কাছে নতুন লেগেছে! এর আগে কোন বইয়ে এমনটা আমি দেখি নি। আমার মতে এটা খুবই ইউনিক ভাবনা/কল্পনা/স্ট্র‍্যাটেজি! যেকোনটাই বলতে পারেন। যদি এ বইটা সফলতা পায়, আমার ধারণা, এতো এতো বাস্তব চরিত্রকে একটি বইয়ে সাজানোর কথা অন্যান্য লেখকরাও ভাবতে পারেন। বাস্তব চরিত্রের অনেক আপন মানুষরা একটা বইয়ের অংশ। মজার না বিষয়টা? তাছাড়া এই বইয়ের একটা অংশে 'খান ফ্যামিলি' রিটার্ন করেছে। অর্থাৎ যারা খান ফ্যামিলিকে ভালোবাসেন, তারা এই বইয়ে সেই দুষ্টু-মিষ্টি চরিত্রের খুনসুটি আবারও খুঁজে পাবেন। এ বইয়ের বিভিন্ন জায়গায় লেখকের পূর্ববর্তী লিখা বইগুলোর কথাও বোল্ড হরফে উঠে এসেছে। বইগুলোর নাম তিনি এমনভাবে ইনক্লুড করেছেন প্লটের সাথে যে ভাবলে আশ্চর্য হতে হয়। এমনকি প্রচ্ছদেও পূর্ববর্তী লিখা বইয়ের ছোঁয়া আছে৷ এক কথায় খুব যৎসামান্যভাবে লেখক এই বইয়ে তার লেখক জীবনটাকেই তুলে ধরেছেন। এইরকম এতো ইউনিক বিষয়বস্তু এর আগে কোন বইয়ে আমার চোখে পরে নি। আমি বইটা পড়ার পর হতবাক হয়ে ছিলাম এটার নতুনত্ব দেখে। এতো এতো ইউনিক কনসেপ্ট এভাবে এক্সিকিউট করা পসিবল! আসলেই?
এবার আসি প্রচ্ছদের কথায়। এই বইয়ের প্রচ্ছদ খুবই কালারফুল এবং বইটির নামের মতোই নজরকাড়া। সেটা মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে, বইটি পড়ার পর প্রচ্ছদে তাকালে চরিত্রগুলোকে জীবন্ত কল্পনা করা সম্ভব!

বইটাকে রেটিং করলে আমি ৮/১০ দেব। আমি আমার ব্যক্তিগত সমালোচনা প্রকাশ করে দিচ্ছি সাবলীল ভাষায়। বইটির বানানের প্রতি আরেকটু সতর্ক থাকা প্রয়োজন ছিল। চন্দ্রবিন্দুর ব্যবহার এবং ন/ণ, ি/ী এর ব্যবহারে ভুল কিছু জায়গাতেই আমার চোখে পরেছে। আরেকটি বিষয়, লেখকের বাক্য গঠণ ঠিকঠাকই ছিলো, কিন্তু আমার কাছে কিছু জায়গায় শব্দের পূণরাবৃত্তি হয়েছে বলে মনে হয়েছে। তবে বাক্য গঠন, কথার ভঙ্গিমা সবকিছু রম্যপোযোগী ছিল।
পরিশেষে 'খান ফ্যামিলি' আমার কাছে অসাধারণ একটা রম্য ছিল। খান ফ্যামিলি বইটি মূলত একটা ম্যাসেজের উপর ভিত্তি করে লিখা হয়েছিল। কিন্তু এই বইটি কোন নির্দিষ্ট ম্যাসেজকে ভিত্তি করে লিখা না। এ বইটিতে যেভাবে ভিন্ন ভিন্ন জায়গায় সমাজের বিভিন্ন হেরফেরের বিদ্রুপমূলক উপহাস করা হয়েছে তা একই সাথে আপনাকে ঢের ম্যাসেজ তো দিবেই তার সাথে বাধ্য করবে প্রাণ খুলে হাসতে।
Profile Image for Tania Abedin.
1 review5 followers
February 23, 2024
রম্যের মাঝে সাসপেন্স এর এক দারুণ সমন্বয়।
Profile Image for Tanmoy Saha Durjoy.
7 reviews
October 30, 2024
বই পড়ে যা বুঝলাম লেখকও ফার্স্ট টাইম সেকেন্ড ম্যারেজ করার জন্য মুখিয়ে আছে। বইয়ের মতো লেখকের জীবনের গল্পও হাসিখুশি হোক।
Profile Image for Rusaybi Tarin.
9 reviews
July 23, 2023
বই: ফার্স্ট টাইম সেকেন্ড ম্যারেজ
️লেখক: Zamsedur Rahman Sajib
️ধরণ: রম্য উপন্যাস
প্রকাশক: অক্ষরবৃত্ত
️মুদ্রিত মূল্য: ৳৩৫০
রেটিং: ৪.৫/৫
হুমায়ুন আজাদের একটি কথা আছে— দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম প্রেম বলে কিছু নেই। মানুষ যখন প্রেমে পড়ে, তখন প্রতিটি প্রেমই প্রথম প্রেম হয়। "ফার্স্ট টাইম স্যাকেন্ড ম্যারেজ" উপন্যাসের নাম দেখে প্রথমে ধারণা করেছিলাম হুমায়ূন আজাদের প্রথম প্রেমের সংজ্ঞা বোধহয় লেখক উপন্যাসে টেনে এনেছেন। অর্থাৎ, কোনো এক ব্যাক্তি বার বার বিয়ে করবে, আর সকলের কাছে বলে বেড়াবে প্রথম বিয়ে। কিন্তু পাঠকের ধারণার সাথে একজন লেখকের ধারণা কখনোই মিলে না। পাঠক যেখানে ভাবনা থামিয়ে ইতি টানেন, লেখক ঠিক সে স্থান থেকেই পুনরায় নতুন গল্প শুরু করেন। ঠিক এভাবেই "ফার্স্ট টাইম স্যাকেন্ড ম্যারেজ" বইটি লেখক জামসেদুর রহমান সজীবের এমন একটি রম্য উপন্যাস, যেখানে নামের সাথে উপন্যাসের মিল তো অবশ্যই আছে, কিন্তু আমার মতো পাঠকের প্রেডিক্ট করা ধারণার সাথে একদমই মিল নেই।

কাহিনি সংক্ষেপ—
গ্রামের সহজ সরল ছেলে সাজিদের অনেক দিনের ইচ্ছে ছিলো ঢাকা শহর ঘুরবে। বন্ধু পিয়ালের পরামর্শে পাঁচ লাখ টাকা নিয়ে ঢাকায় চলে আসে সাজিদ। এদিকে প্রথমবারের মতো ঢাকায় ঘুরতে এসেই পরের দিন সাজিদ বিয়ে করে নিলো বন্ধু পিয়ালেরই স্ত্রীকে। নিজের বলতে তেমন কেউ না থাকা সাজিদের বউ, শ্বশুর, শ্বাশুড়ি আর শ্যালকসহ একটি পরিবার মিলল। নতুন পরিবার ও ঢাকায় থাকতে গিয়ে তাকে সম্মুখীন হতে হয় বিভিন্ন ঝামেলায়। এসব জট খুলতে খুলতে ছ' মাস পেরিয়ে গেলে সাজিদ ও তার স্ত্রী মিনার ডিভোর্স লেটার আসে। এবং মীনা চলে যায় কানাডায় অন্যদিকে সাজিদ গ্রামের বাড়ি ফিরে আসে।

কাহিনি সংক্ষেপ দেখে হয়তো মনে মনে ভাবছেন, ধুর! আপনি দেখি স্পয়লার দিয়ে দিয়েছেন।

কিন্তু আদৌ স্পয়লার দিয়েছি? ফ্ল্যাপের লিখা পড়ে আমিও ভেবেছিলাম একই কথা। কিন্তু উপন্যাস যত এগোতে থাকলো তত বেশি আমার ভাবনার পরিবর্তন হতে লাগলো।

পাঠ-প্রতিক্রিয়া —
উপন্যাসের সকল চরিত্রকে যদি আমি যদি এক শব্দে ব্যখ্যা করতে যাই, তাহলে আমার মাথায় যে শব্দটি খেলতে শুরু করে তা হলো 'অদ্ভুত'। অদ্ভুত এই চরিত্রসমূহের একেকটি ঘটনা আপনাকে প্রাণ খুলে যেমন হাসাবে, ঠিক তেমনই নিয়ন্ত্রণ করবে আপনার রাগ, বিরক্ত ও ভাবনা। মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো এবং কল্পনাগুলো একত্রে হাস্যরসাত্মক ভঙ্গিতে উপস্থাপন করার পর অসাধারণ একটা উপন্যাস হচ্ছে “ফার্স্ট টাইম সেকেন্ড ম্যারেজ।”

সমালোচনা—
উপন্যাসের ৭১% চরিত্র পরিচিত হওয়ায় গল্পে ঢুকতেই আমি কল্পনাশক্তি হারিয়ে ফেলেছি। অর্থাৎ প্রত্যেকটি কাহিনীর সাথে বাস্তবিক চরিত্র নিজের অনিচ্ছা স্বত্তেও মেলাচ্ছিলাম। সাধারণত একটা উপন্যাস পড়া শুরু করলে আমি গল্পে নিজেকে উপলব্ধি করার চেষ্টা করি (ব্যাক্তিগত অভ্যেস)। অথচ এই উপন্যাসের চরিত্রের নামগুলো অধিকাংশ আমার চেনা মুখ, যার ফলে দুইয়ে দুইয়ে চার মেলাতে পারছিলাম না বলে মজা হারিয়ে ফেলছিলাম। অবশ্য প্রত্যেকটি ক্ষুদ্র ক্ষুদ্র কাহিনিতে যথেষ্ট পরিমাণের রসিকতায় পূর্ণ ছিলো বলে এটা তেমন একটা নজরেই আসে নি।

বইটি কেন পড়েছি?—
পরীক্ষা নামক বড় বড় যু দ্ধে অসফল হয়েছি গত কয়েকমাস। এর চেয়ে গুরুত্বপূর্ণ কথা আমার ব্যস্ততা বেড়েছে কয়েক গুণ। সব কিছুর ভীড়ে রিডার্স ব্লকেও ভুগছিলাম অনেক মাস। তবে সমস্ত ক্লান্তিকর মুহূর্ত ভুলে গিয়ে আমার মতে মুখের হাসি ধরে রাখা অধিক জরুরি। তাই শত ঝামেলার মাঝেও মানুষ হাসতে চায়। উপন্যাসটি সহজ, সাবলীল অথচ হাস্যরসে ভরপুর। যার ফলে খুব সহজেই মানুষ কিছুটা সময়ের জন্য তার হতাশাময় সমস্ত ঘটনা ভুলে থাকবে এছাড়াও রিডার্স ব্লক কাটিয়ে উঠবে বলে আশা করছি।

লেখকের প্রতি ক্ষুদ্র বার্তা—
কী ব্যাপার? আপনার 'খান ফ্যামেলি', 'খোকা ডেঞ্জারাস', 'লাভলী অ্যান্ড্রয়েড' তিন তিনটে উপন্যাস শেষ করেছি। উল্লেখিত উপন্যাসগুলো যেমন স্বাদের ছিলো সে তুলনায় এই উপন্যাসের লবণ একটু কম হয়েছে কেন? নাকি এই উপন্যাস লিখার সময় আন্টি আপনাকে ভাত দেয় নাই।

সর্বোপরি এই বইয়ের মাধ্যমে আমার রিডার্স ব্লক যেহেতু খুলেছে আগামী কয়েকমাস আবার প্রচুর বই পড়তে পারব। যার জন্য উপন্যাসের লেখককে হালকা করে ধন্যবাদ🤏
[উপরের সমস্ত মন্তব্য আমার ব্যাক্তিগত মতামত। ভুল-ত্রুটি ক্ষমার দৃষ্টিতে]
Profile Image for Tanzir Hasan.
6 reviews1 follower
June 27, 2023
সমকালীন কিছু ঘটনার উপর দারুণ স্যাটায়ার লেখা হয়েছে। অনেক মজা পেয়েছি।
Displaying 1 - 14 of 14 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.