আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে বতুতা ১৩০৪ সনে মরক্কোর তানজিয়া শহরে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন একজন কাজী। ছোট বেলা থেকেই তার ভ্রমণ করার ইচ্ছে এ ভ্রমণ করার আগ্রহ নিয়ে ২১ বছর বয়সে বাড়ি ছাড়েন। এরপর তিনি হজ্জে যাওয়ার চিন্তা করলেন। হজ্জ উপলক্ষে মিশরে আসলে। সেখান থেকে মূলত একজন ভ্রমনপিপাসু হিসাবে মুসলিম ও খ্রিস্টান সাম্রাজ্যের অনেক অঞ্চল ভ্রমন করেন। তিনি ভারত হয়ে চীনে যান মুহাম্মদ বিন তুঘলকের রাষ্ট্রদূত হিসাবে। সেখান থেকে মালাক্কা হয়ে আবার ভারত ও মক্কা হয়ে মরক্কোতে ফিরে আসেন। এ ভ্রমন করতে গিয়ে তিনি নিজের জীবনের তোয়াক্কা করেননি। তিনি তনজিয়া শহরে ফিরে গিয়ে দেখেন। তার বাবা ও মা অনেক আগে মৃত্যু বরণ করেছে। তিনি আবার বেরিয়ে পড়েন। এবার কিন্তু ধর্ম যুদ্ধে জড়িয়ে পড়েন স্পেনে।
( খুবই সংক্ষিপ্ত বই, ২০-৩০ মিনিটের মধ্যে পড়া যাবে। মূলত ইবনে বতুতার ভ্রমণ কাহিনীর একটি সংক্ষিপ্ত বিবরণ বা সারমর্ম বলা যাবে বইটিকে।)