এই বইয়ে মোট চারটি লেখা আছে। সেগুলো হল~ ১) আকাশে মিশেছে রক্ত— উপন্যাস; ২) রহস্যভিলা— গল্প; ৩) খুন ও আত্মহত্যার কয়েক মুহূর্ত আগে— গল্প; ৪) মন্মথবাবুর অসুখ— গল্প। লেখক সোশ্যাল মিডিয়ায় নিজের স্বচ্ছন্দ লেখালেখির জন্য পরিচিত। এই বইয়ের লেখাগুলোও সহজ গদ্যে রচিত। তবে কয়েকটা বিষয় লেখাগুলো উপভোগ করার পথে অন্তরায় হয়ে দাঁড়াল। সেগুলো হল~ (১) বইয়ের সবচেয়ে বড়ো লেখা হল উপন্যাসটি। যা মনে হল, লেখক এটির জন্য কোনোরকম পড়াশোনা করার চেষ্টা করেননি। বরং একেবারে হিন্দি সিনেমার মতো করে রোমান্স, অ্যাকশন এবং অবিশ্বাস্য ও অসম্ভাব্য ঘটনাক্রমের একটি পুঞ্জ গড়ে তুলেছেন তিনি। রাজর্ষি দাস ভৌমিকের লেখা 'গোয়েন্দা কানাইচরন' সিরিজের দুটি বই পড়ে, পোলিস প্রসিডিওরাল নামক বস্তুটি বুঝে নিয়ে এই ধরনের 'স্পেশাল অপস্' টিমের কার্যকলাপ নিয়ে লিখলে ভালো হত। (২) বইয়ে অজস্র বানান ভুল দেখলাম। তাছাড়া লেখাটিতে প্রায় প্রতি অনুচ্ছদে 'যদিও' জাতীয় শব্দের ব্যবহার দৃষ্টিকটূ লাগে। দু'জন চরিত্র নিজেদের 'মূলত ভারতীয়' বলে পরিচয় দিচ্ছেন— এও দেখলাম, কিন্তু তার অর্থ বুঝলাম না। বর্ণিত ঘটনাক্রম এবং শব্দ ব্যবহারের ক্ষেত্রেও বহু বিচ্যুতি দৃষ্টিগোচর হল। আধুনিক বাংলার জঙ্গলমহলে জমিদারি বলে কিছু নেই। আবার বিদেশে এস্টেট মানে জমিদারি নয়, 'রাজত্ব'ও নয়! প্রকাশের আগে লেখাগুলোকে পরিমার্জিত করিয়ে নেওয়া প্রয়োজন ছিল। বইটি উৎসর্গীকৃত হয়েছে এই সময়ের অন্যতম প্রথিতযশা সম্পাদক সুদীপ দেবের উদ্দেশে। লেখক তাঁর আগামী বইটি প্রকাশের আগে সুদীপের কাছ থেকে যথাযথ পরামর্শ এবং, সম্ভব হলে, পরিমার্জনার সাহায্য নেবেন— এমন আশা রাখি।