হায়াৎ মামুদ (জন্ম : ৩ জুন ১৯৩৯) বাংলাদেশের একজন খ্যাতিমান লেখক। তিনি একজন আধুনিক কবি, প্রবন্ধকার , অনুবাদক ও অধ্যাপক । মৃত্যুচিন্তা রবীন্দ্রনাথ ও অন্যান্য জটিলতা তার বিখ্যাত গ্রন্থ যা ১৯৬০-এর দশকে প্রকাশিত হয়ে সাড়া জাগিয়েছিল । তিনি শিশুদের জন্য অনেক গ্রন্থ রচনা করেছেন । তার অনূদিত মাক্সিম গোর্কি বিরচিত চড়ুইছানা সকলমহলে উচ্চ প্রশংসা লাভ করেছে ।
ড. হায়াৎ মামুদের জন্ম ১৯৩৯ খ্রিষ্টাব্দের ২ জুলাই পশ্চিমবঙ্গের হুগলী জেলায় । তার ছেলেবেলা কেটেছে পশ্চিমবঙ্গে-ই । ১৯৪৭ খ্রিষ্টাব্দে ব্রিটিশ শাসনের অবসানে ভারত ভাগ হয়ে পাকিস্তান সৃষ্টি হওয়ার পর তারা পশ্চিবঙ্গেই থেকে গিয়েছিলেন । কিন্তু ১৯৫০-এর হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গার পরিপ্রেক্ষিতে তিনি পিতার সঙ্গে ঢাকায় চলে আসেন । যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক সাহিত্যে পিএইচডি ডিগ্রি লাভ করেছেন । কর্মজীবনের শুরুতে কিছুদিন চাকুরি করেন বাংলা একাডেমিতে । ১৯৭৮ থেকে ২০০৪ পর্যন্ত দীর্ঘকাল তিনি জাহাঙ্গীরনগর বিশ্বদ্যিালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে অধ্যাপনা করেছেন ।
হাসান আজিজুল হক কে নিয়ে রচিত তার জীবনীগ্রন্থ উন্মোচিত হাসান একটি প্রামাণিক গ্রন্থ । তিনি রুশ ভাষা থেকে বহু গল্প বাংলায় অনুবাদ করেছেন । শিশু-বিশোরদের জন্য জীবনীগ্রন্থ রচনা ছিল তার প্রিয় বিষয় ।
হায়াৎ মামুদ আমার প্রিয় একজন অনুবাদক ও প্রাবন্ধিক। উনার করা ' মেঘনাদ বধ' এর গদ্যরুপ আমাকে ' মেঘনাদ বধ' বুঝতে বেশ সাহায্য করেছিলো।হায়াৎ মামুদের প্রবন্ধের গদ্যভাষা বেশ সজীব ও প্রাঞ্জল।কখনোই কাটখোট্টা মনে হয়না,বরং একটানা পড়িয়ে নেয় পাঠককে ফিকশনের মতো।
মৃত্যুচিন্তা রবীন্দ্রনাথ ও অন্যান্য ' বইটি ষাটের দশকে বেশ সাড়া জাগিয়েছিলো। সাহিত্য সমালোচনা জিনিসটা সবার হাতে সাহিত্য হয়ে উঠতে পারেনা। অনেকের হাতেই সাহিত্য সমালোচনা হয়ে উঠে রেফারেন্স আর তত্ত্বের জটিল খিচুড়ি, আবার অনেকের হাতে হয়ে উঠে মননশীল সাহিত্যকর্ম। হায়াৎ মামুদের সাহিত্য আলোচনা মননশীলতায় হয়ে উঠে রসময় সাহিত্য। হায়াৎ মামুদ এই গ্রন্থ শুরু করেছেন তিনজন অসবর্ণ কবি'র মৃত্যুচিন্তার অদ্ভুত সামঞ্জস্যতা নিয়ে। জীবনানন্দ, বোদলেয়ার আর লোর্কা - তিন ভিন্নতর নক্ষত্র মৃত্যর আকাশে কেমন যেন অভিন্ন! এই গ্রন্থের সবগুলো প্রবন্ধ নিয়েই কথা বলা যায়।হায়াৎ মামুদের সবকথার সাথেই যে একমত এমন না, কিন্তু অনেক নতুন দৃৃষ্টিভঙ্গী তিনি দেখিয়েছিন এই গ্রন্থে। রবীন্দ্রনাথ নিয়ে আলোচনাটা বিশেষ ছিলো। সবমিলিয়ে সাহিত্য আলোচনায় উৎসাহিদের জন্য এই বই বেশ গুরুত্বপূর্ণ।