তারুণ্যের জোয়ার তাচ্ছিল্যের সাথে ছুড়ে ফেলতে চায় ছকবাঁধা জীবন। দুনিয়াকে উপভোগ করার উদাত্ত আহ্বানে জাহিলিয়াতের স্রোতে ভেসে বেড়ায় তারা। ভাসতে ভাসতে কেউ কেউ ডুবে যায় ব্যর্থতা ও হতাশার অতল গভীরে। কেউ বা গিয়ে পড়ে তরীহীন গভীর সমুদ্রে। ভেসে বেড়ায় দিকভ্রান্ত পথিকের মতন। তবে ক্ষতি যা হওয়ার, তা তো হয়েই যায়। লেখক চেষ্টা করেছেন সেই ক্ষতে একটুখানি ওষুধের প্রলেপ দিতে। অগ্নিকুণ্ডের লাভার দিকে ঝাঁকবেঁধে ছুটে চলা কিশোরী-তরুণীদের শাসনের সুরে লেখক বলতে চেয়েছেন—ওরে বোকা! ওটা আলো নয়, আগুন। ওখানে সুখ নেই কোনো, আছে দগ্ধ হওয়ার রসদ।গদ্যে-পদ্যে-প্রবন্ধে অনবদ্য হয়ে উঠেছে বইখানি। আল্লাহর অবাধ্যতায় লিপ্ত থেকে হইহই করে জ্বলন্ত আগুনের দিকে ছুটতে থাকা একঝাঁক তরুণীকে তিনি ফেরাতে চেয়েছেন। লাগাম টানতে চেয়েছেন তাদের পদযাত্রায়। কখনো অনুযোগে, কখনো অনুরোধে, কখনো বা ধমকের সুরে।বইয়ের প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য, প্রতিটি পৃষ্ঠা যেন একেকটা জীবন্ত সত্তা। তারা কথা বলতে পারে। জীবনের উদ্দেশ্য সম্পর্কে উদাসীন, দুনিয়ার মোহে বুঁদ হয়ে থাকা, নাচ-গান নিয়ে মত্ত, ছন্নছাড়া, উচ্ছৃঙ্খল তরুণীদের উদ্দেশ্যেই এই বইখানা লেখা। যতটা উচ্ছৃঙ্খলই সে হোক না কেন, এই বই তাকে দু-দণ্ড স্থির হয়ে বসে ভাবতে বাধ্য করবে। তার মধ্যে কিঞ্চিত পরিমাণে হলেও অনুশোচনাবোধ জাগ্রত করবে। তার চোখ দুটো সামান্য হলেও অশ্রুসিক্ত করবে, ইন শা আল্লাহ।
বই:তুমি ফিরবে বলে ( বোনদের জন্য) লেখক:জাকারিয়া মাসুদ
আর দুনিয়ার জীবন খেলাধুলা ও তামাশা ছাড়া কিছু না। আর যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য আখিরাতের আবাস উত্তম। অতএব তোমরা কি বুঝবে না? (সুরা আল আনআম ৬:৩২)
যিনি দুনিয়া সৃষ্টি করেছেন, তিনিই বলেছেন -দুনিয়া মূল্যহীন। নিছক ছেলেখেলার মতো। এটাই বাস্তবতা। কিন্তু বাস্তবতা তো তুমি বুঝতে চাও না। বুঝবে কি করে বলো,দ্বীনি কথাবার্তা তো এক কান দিয়ে শুনো, আরেক কান দিয়ে বের করে দাও। আল্লাহর কোন কথারই গুরুত্ব দিতে চাও না।
- বই থেকে
🌸বইটা আমাকে কাঁদিয়েছে, অনুশোচনায়। আমাকে অনেক কিছু উপলব্ধি করতে সাহায্য করেছে। মনে হচ্ছিল আমাকে উদ্দেশ্য করেই লেখক কথাগুলো বলছেন। এটা সত্যিকার অর্থে দৃষ্টিভঙ্গি বদলিয়ে দেওয়ার মত একটা বই। আল্লাহ চাইলে এই বইটার মাধ্যমে একজন অন্ধকার থেকে আলোর জগতে ফিরে আসতে পারবে। আমার পক্ষে সম্ভব হলে আমার পরিচিত সব মেয়েদের বইটা উপহার দিতাম। প্রত্যেক মেয়ের জীবনে বইটা খুবই দরকার।
আলোর ও শান্তির জগতে তোমার ফিরে আসার অপেক্ষায় রইলাম...তুমি ফিরবে বলে...
তুমি যদি এক মেয়ে হও, যদি তুমি হও সে মেয়ে হয়তো কলেজ, ভার্সিটি পড়ুয়া, নিশি জেগে ফোন স্ক্রিন, টিভি বিনোদন, কবিতা-গল্পের রোমান্টিক চরিত্রে আপনকে স্বপ্নের রঙ্গে আঁকা, ডায়ালের অপরপ্রান্তে ভাবুক বা স্পষ্টভাষী যুবকের কণ্ঠের অপেক্ষা। পশ্চিমা আদলের বাহারি পোশাকে ব্যাক্তিত্বের ছোঁয়া, মিডিয়া জগতের সুর, অভিনয়, মনোরম দৃশ্যের রঙ্গিন শীতল স্রোত জলে ভেসে থাকা। প্রাতিষ্ঠানিক পাঠ শেষে স্বপ্ন তোমার পাওয়ার দৌড়ে অফিস-আদালত বা শীতাতপ ঘরের আসন পেতে মাসিক আয়ের রেসে টিকে থাকা। মন কিন্তু তোমার বেজায় ভাল, অপর দুঃখে কখনও আঁখি জলও ফেল, বন্ধু তোমার সারি সারি, কখনও তুমি তাই এ বাড়ি ও বাড়ি। এক বাক্যে তুমি মুক্ত বিহঙ্গ, যাচ্ছেতাই স্বাধীনতা তোমার প্রথম পছন্দ। জীবনতো একটাই উপভোগ কর, তাই নয় কি?
মেয়ে ভালইতো জানো দেখি তুমি কখনও জন্মাওনি, মৃত্যু কখনই আসবেনা ধেয়ে, মনের ইচ্ছেই সব তোমায় বসেছে পেয়ে। এতটাই আসক্ত তাই ডুবেছো গিয়ে। হার মেনেছে ড্রাগ আসক্তি, পরজায় শকুন-হায়েনার হিংস্র আকুতি। মায়ের নরম সুরও পারেনি, বাবা আধুনিক তাই দেখেও দেখেনি। তুমি কখনই ফিরোনি, কেউ বুঝাতে পারেনি। অবাক হচ্ছো কি বলছি আমি? বল আমায় তবে কি করে গেলে ভুলে, সাদা কাপড়ের লাশে যাবে যেদিন পচে-গলে। গগন কাঁপানো বিকট চিৎকারে মাটি কামড়ে, খামচে উঠে আসতে চাইবে কি? টেনে হেঁচড়ে নিয়ে তোমায় লেলিহান আগুনে, সেদিন কিন্তু ফিরতে চাইবেই চাইবে। হয়তো সে মেয়ে যাকে দেখেও দেখনি, প্রশান্তি জানালায় দাড়িয়ে স্মরণ করাবে জানতে তুমি মিথ্যে আসক্তির ফলতো এমনি। তবুও বুঝনি, তবুও বুঝনি, অনুনয়, বিনয় কিছুই পারেনি, সবি সেকেলে পাছে লোকে কি বলে এই ছিল তোমার বিভ্রান্ত যুক্তি।
তবে যদি এ অদৃশ্য নেশার আসক্তি হৃদয়ের শেষ বিন্দুতে না পৌঁছে থাকে তবে হয়তো বইটি তোমায় পুনরায় গড়বে যেখানে তুমি গর্বিত হবে, লজ্জায় তুমি লজ্জিত হবে ভেবে আধুনিক আসক্তির অন্তরালে আসলেই কে ছিলে তুমি। হয়তো বলবে কেন বুঝিনি, কেন প্রকৃত আমিকে খুঁজে পাইনি, খুঁজে পেয়ে তাই কতই না প্রশান্তি। বলবে ইনশা আল্লাহ রবের দাসত্বেই প্রকৃত প্রশান্তি।
আমাদের চারপাশে যা ঘটছে সবই কি আমার জন্য! সামাজিক যোগাযোগমাধ্যমে আমাদের কে এমন সব বিষকে আমাদের সামনে সহজ করা হয়েছে যে আমরা বুঝতেও পারি না কোন পথে হাঁটছি। সেই পথের শেষ কোথায়। দিক বি দিক হয়ে ছুটে চলা এই প্রজন্ম কে ইকটু থামিয়ে চিন্তার কিছু খুরাক দিবে এই বই।
Same repetitive words. The chance of being read by those who are targeted is a lot less. So far it suggests to be backdated while not how to deal situations with Islam while staying in the modern society
"আল্লাহর কসম! তোমাদের ওপর দরিদ্রতা আসবে আমি এ ভয় করি না। আমি তোমাদের জন্যে এ ভয় করি যে, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের ওপর দুনিয়া প্রশস্ত হয়ে গিয়েছিল, সেভাবে তোমাদের জন্যেও দুনিয়া প্রশস্ত হয়ে যাবে। এরপর তোমরা তেমনই প্রতিযোগিতা করবে, যেমন করে তারা প্রতিযোগিতা করেছিল। আর (এ প্রতিযোগিতা) তোমাদের সেভাবে ধ্বংস করে দেবে, যেভাবে তাদের ধ্বংস করে দিয়েছিল।"