বাংলা ভাষাভাষী পাঠকদের যারা ব্র্যান্ড বিষয়ে জানতে চান, ব্র্যান্ড বিষয়ক তাদের জন্যই। তবে এটি সাতদিনে ব্র্যান্ডিং শিখুন জাতীয় বই নয়। ব্র্যান্ডিং শিখতে হলে হাতে-কলমে মাঠে-ময়দানে থাকতে হবে, অভিজ্ঞ পেশাজীবীর অধীনে প্রশিক্ষণ নিতে হবে, প্রায়োগিকভাবে ব্র্যান্ডের দেখাশোনা করতে হবে; সঙ্গে প্রয়োজন সুস্পষ্ট তাত্ত্বিক জ্ঞান। এ তাত্ত্বিক জ্ঞানের মৌলিক কিছু জিজ্ঞাসা এবং বাস্তবতার নিরিখে তার উত্তর অনুসন্ধানের চেষ্টা করা হয়েছে এ বইতে।
বাংলা ভাষায় লিখা এ রকম নোন-ফিকসন বুক খুব বেশি চোখে পড়ে নি। মুসা (বই যাত্রা ) ভাইয়ের রেকমেন্ডশনে পড়লাম। অর্থনীতির ছাত্র হয়ে ও বই টি পড়ে মজা পেয়েছি । পেন্ডুলামকে ধন্যবাদ এরকম বই প্রকাশ হোক বেশি বেশি।
The book contains a combination of academic and practical aspects of branding. It clearly shows the author's in-depth knowledge and passion for branding. One of the best marketing books in the current market - I must say. Highly recommended for Business school students in Bangladesh.
বইটির উদাহরণগুলো আমাকে বেশি মুগ্ধ করেছে । এরকম গল্পের আকারে ব্র্যান্ড ওয়ার বাংলায় এর আগে প্রকাশিত হয়েছে কিনা আমার জানা নেই। ব্র্যান্ড নিয়ে সাধারণ জ্ঞানের জন্য ভাল বই। ওয়েব রেফারেন্সের আইডিয়াটা নতুন সংযোজন। লেখকের স্টোরিটেলিং্যের প্রশংসা করতেই হয়। এজন্যই ৫ তারা।