৪১ জন লেখকের ৪১টি সম্পূর্ণ নতুন মৌলিক ছোট গল্প রয়েছে। ৪০টি গল্প সুনির্দিষ্ট কোনো জনরার নয়। প্রত্যেকটি জনরায় ভিন্ন ভিন্ন। সামাজিক, জীবনধর্মী, থ্রিলার, ভৌতিক, সাইকোলজিক্যাল ও সাই-ফাই জনরার গল্প রয়েছে। তবে মনস্তাত্বিক, থ্রিলার, ভৌতিক ও সাইফাই গল্পের আধিক্যই বেশি। এর বাইরে সামাজিক ও জীবনধর্মী গল্পগুলো গতানুগতিক কোনো জীবনধর্মী বা সামাজিক গল্পের মতো নয়, প্রত্যেকটিই ক্লাসিক ধাঁচের গল্প।
পরিচয় দেওয়ার মতো এখনও কোনো কাজ করা হয়নি। তবে মালিকানা স্বত্বের দরুণ বাংলাদেশের বিভাগীয় ও জেলা শহর রাজশাহীর "সতীর্থ প্রকাশনা" -এর প্রকাশক হিসেবে কাজ করছি। এর বাইরে টুকটাক লেখালেখি করলেও লেখক পরিচয়ে আত্মপ্রকাশের সুযোগ এখনও আসেনি। তবে "সতীর্থ গল্প সংকলন" নামে একটি গল্প সংকলনের সম্পাদনার দায়িত্ব পালন করেছি। যদিও প্রকাশক হিসেবে সম্পূর্ণ নাম "মোঃ তাহমিদুর রহমান" ব্যবহার করি এবং টুকটাক লেখালেখি ও সম্পাদনা বা যে কোনো বইয়ের কোনো স্থানে "তাহমিদ রহমান" ব্যবহার করে থাকি।
Yet, I have not done anything special through which I can be able to introduce myself. As a owner, I am working as "Publisher" in "Satirtho Prokashona" (Satirtho Publication). It is situated in the Rajshashi division. I also write a little bit but yet didn't get an opportunity to introduce myself as a writer. However, I wrote a story in a storybook named "Satirtho Golpo Songkolon". I was also an editor of this book. Though as a owner and publisher I use my original name "Md. Tahmidur Rahman", I use " Tahmid Rahman" for writing and editing purpose.