থ্রিলার আমি পড়িনা বললেই চলে। কিন্তু প্রথম অংশটুকু পড়ে পরে কী ঘটবে তা জানার আগ্রহ দমিয়ে রাখতে পারিনি। যেহেতু Before I go to sleep - মুভি বা বই কোনোটাই দেখা কিংবা পড়া হয়নি তাই ওই বিষয়ে কিছু লিখছি না। বাংলাদেশের প্রেক্ষাপটেও বিদেশি আদলটুকু রয়ে গিয়েছিল মনে হয়েছে। হয়তো এটা ইচ্ছাকৃতই। রেবা একজন অ্যামনেসিয়ার রোগী। তার সাথে যা-ই ঘটুক সে সেটুকু ২৪ ঘন্টা মনে রাখতে পারে। এরপর ভুলে যায়। পুরো বইটাই শ্বাসরুদ্ধকর লেগেছে আমার। শেষের দিকের টুইস্টটাও আশা করিনি৷