উচ্চশিক্ষার জন্য আমেরিকায় পাড়ি জমায় নাহিম। সুখের জন্য কিনা করেছিল সুখবিলাসী নাহিম। কিন্তু তীরে এসে তরি ডোবে কেন? যে সুখের জন্য এত কিছু সেই সুখ কি ধরা দিয়েছিল তাকে? ফাইনাল ইয়ারে কেন তাকে বহিষ্কার করা হয় কলেজ থেকে? যাকে ভালোবেসেছিল তাকে কি পেয়েছিল সে? কেন রহস্যময় হয়ে ওঠে তার চলাফেরা?