আকিদাহ বিষয়ে অত্র গ্রন্থখানিও এক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযােগ্য। কেননা, এর বিষয়বস্তু প্রত্যেক মানুষের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ ও অপরিহার্য। কারণ, যিনি কালেমায়ে শাহাদাতের সাক্ষ্য দান করবেন।
তার জীবনের সকল তৎপরতা, প্রচেষ্টা, অর্জন সবই ব্যর্থ ও নিষ্ফল। আর যিনি এই মহান কালেমার সাক্ষ্য প্রদান করবেন এবং কর্মে এর প্রতিফলন ঘটাবেন, তার জীবনের সব কিছুই হবে সার্থক ও সাফল্যমণ্ডিত। পৃথিবীতে আগমনের পূর্বে রুহের জগতে আল্লাহ তাআলার সামনে প্রতিটি আদম সন্তান এই সাক্ষ্য দিয়েছিলাে। কিন্তু দুনিয়ায় এসে শয়তানের প্ররােচনায় ও নিজের গাফলতির কারণে এই সাক্ষ্য থেকে অনেকেই ছিটকে পড়েছে। আবার কেউ কেউ মৌখিক সাক্ষ্যদাতা হলেও তাদের কর্মে এর বহিঃপ্রকাশ নেই। তাই এই কালেমার সুফল থেকে তারা বঞ্চিত।
সংক্ষিপ্ত কলেবরের এই গ্রন্থে কালেমায়ে শাহাদাতের পরিচিতি, এর গুরুত্ব ও শর্ত সম্পর্কে কুরআন ও সহীহ হাদীসের উদ্ধৃতি-সহ তথ্যবহুল আলােচনা পেশ করেছেন সুপরিচিত শাইখ ড. মােহাম্মদ ইমাম হােসাইন। যা প্রত্যেক মানুষের বিশেষভাবে একজন মুসলিমের জন্য অবশ্য পাঠ্য হতে পারে। সম্মানিত আলােচক ও ইমামখতীবগণও এর থেকে উপকৃত হতে পারবেন বলে আমাদের বিশ্বাস।