Jump to ratings and reviews
Rate this book

কেমন আছে পশ্চিমবঙ্গের মুসলমান

Rate this book
দেশভাগের ফলে হঠাৎ সংখ্যালঘু হয়ে পড়ার বিপন্নতা এবং ভাঙাচোরা অবস্থাটাকে সামলে নিয়ে পশ্চিমবঙ্গের মুসলমান আজ অনেকটাই মাথা তুলে দাঁড়িয়েছে । পশ্চিমবঙ্গের মুসলমানদের শিক্ষা, ধর্ম, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি এবং তার সমাজ-মানসিকতা খতিয়ে দেখেছে এ বই ।

126 pages, Hardcover

Published January 1, 2021

2 people are currently reading
9 people want to read

About the author

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
2 (20%)
4 stars
5 (50%)
3 stars
2 (20%)
2 stars
1 (10%)
1 star
0 (0%)
Displaying 1 - 4 of 4 reviews
Profile Image for Shotabdi.
821 reviews200 followers
August 9, 2024
সংখ্যালঘু-গুরু প্রশ্নের এই ক্রান্তিকালে ওপাড়ের সংখ্যালঘুদের অবস্থা জানার কৌতূহল থেকে বইটি পড়া। একটা চমৎকার বিশ্লেষণ রয়েছে পশ্চিমবঙ্গের মুসলমানদের নিয়ে। তাদের সংস্কৃতি, ভাবনা, পটপরিবর্তন এইসবের সাথে বাংলাদেশের অনেক মিল পাই আমি। সবক্ষেত্রে না যদিও।

" মুসলমান সংখ্যালঘুর মনস্তাত্ত্বিক জটিলতা নিয়ে শিক্ষাব্রতী সমাজকর্মী মীরাতুন নাহারের পর্যবেক্ষণ হলো,
সংখ্যালঘু মানসিকতা একটি জটিল মনস্তাত্ত্বিক ব্যাপার। এই মানসিকতার শিকার পুরুষ ও নারী উভয়েই। মুসলমান পুরুষ এই মানসিকতার প্রভাবে যুক্তিবাদিতা হারিয়ে ফেলে। ধর্মকে কেড়ে নিল গোছের আশঙ্কায় সদা সতর্ক। অতিমাত্রায় সাবধানতা গ্রহণে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ে। স্ব সম্প্রদায়ের হিতও ভুলে যায়। নিজ সম্প্রদায়ের এমন গভীর মূল্যায়ন পশ্চিমবঙ্গে দুর্লভ।"

এখানে পশ্চিমবঙ্গের জায়গায় বাংলাদেশ আর মুসলিমের জায়গায় হিন্দু বসিয়ে পড়লে আমার ধারণা এপাড়ের সংখ্যালঘুদের মনস্তত্ত্ব অনেকটা স্পষ্ট হয়ে উঠবে।
Profile Image for Abdullah Imran.
27 reviews47 followers
October 10, 2021
পরিসংখ্যান সংক্রান্ত বিষয়গুলো আর কিছু রেফারেন্স বইয়ের নাম পাওয়ার ব্যাপারটা বাদ দিলে অকাজের এক বই। পশ্চিমবঙ্গের মুসলমানদের অবস্থা বুঝতে বরং সৌমিত্র দস্তিদারের লেখালেখি ভালো।
Profile Image for Rifat Ridwan.
80 reviews7 followers
April 15, 2025
বইটির প্রস্তাবনায় মিলন দত্ত লিখলেন—'সংখ্যাগরিষ্ঠ সমাজের কারো পক্ষে সংখ্যালঘুর সমাজ-মনস্তাত্ত্বিক জটিলতা বুঝে ফেলা সহজ নয়।' তবুও সার্বজনীন ও নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে তিনি পশ্চিমবঙ্গের মুসলমানদের বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করেছেন। এ কাজে তিনি সফলও হয়েছেন বটে।

পশ্চিমবঙ্গের অর্থনৈতিক ও সামাজিক জীবনে এবং শিল্প-সংস্কৃতির মূল স্রোতে যতদিন পর্যন্ত মুসলমানরা সক্রিয়ভাবে অংশ নিতে পারবে না ততদিন পর্যন্ত তাদের আত্মপরিচয়ের গ্লানি ঘুচবে না। সামগ্রিকভাবে চিন্তা করলে দেখা যায়, মুসলমান বাঙালিদের সত্যজিৎ-মৃণাল-শীর্ষেন্দু নেই, হেমন্ত-মান্না বা অজয় চক্রবর্তী নেই, সুচিত্রা সেন অথবা মমতাশংকর নেই। এই না থাকার কারণ কী?

সময় পাল্টেছে, সমাজ পাল্টেছে। এখন মুসলমানদের উচিত মগ্নতার সাথে সংস্কার ও সমন্বয়ী প্রক্রিয়া গ্রহণ করা। এই কাজটা করতে না পারলে তারা চিরকালই বৃত্তের বলয়ের বাহিরেই অবস্থান করবে।

সংখ্যালঘু হওয়ার কারণে পশ্চিমবঙ্গের মুসলমানরা নানানভাবে নিপীড়ন, নির্যাতনের স্বীকার। এর অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা যায় দরিদ্রতা ও তাদের শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হওয়াকে। সংখ্যাগুরু হিন্দুদের যারা সরকারে আসে তারা যে এই পিছিয়ে পড়া মুসলমানদের নিয়ে গুরুত্ব দিবে সে প্রয়োজনীয়তাও কখনো উপলব্ধি করে না।

মূলধারার রাজনীতিতে মুসলমানরা অংশগ্রহণ করেও যে এই ধারায় পরিবর্তন নিয়ে আসবে সে উদ্যোগও তাদের মধ্যে দেখা যায় না। তাছাড়া, দেশভাগের পর থেকে পশ্চিমবঙ্গের মুসলমান কখনোই কোনো মুসলিম রাজনৈতিক দলকে সমর্থন করেনি। দেশভাগের পর তারা ত্রিশ বছর কংগ্রেসকে সমর্থন করেছে, পরের ত্রিশ বছরের বেশি সময়জুড়ে তারা ছিলো বামফ্রন্টের পক্ষে। পরবর্তীতে ২০১১ ও ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে তারা তৃণমূল কংগ্রেসকেই রাজ্যের ক্ষমতায় দেখতে চেয়েছে। এর কারণ আসলে কী?

মিলন দত্তের 'কেমন আছে পশ্চিমবঙ্গের মুসলমান' বইটি যথেষ্ট থট প্রোভোকিং। বইটির পাঠ বেশি বেশি হওয়া দরকার। বিশেষ করে মাদরাসার শিক্ষার্থীদের এই বইটি নিয়ে ঘাটাঘাটি করা দরকার। পশ্চিমবঙ্গের মুসলমানদের হাল-হাক্বিকত বুঝতে আরো বৃহৎ কলেবরের বই আছে কিন্তু ইন্ট্রোডাকশন হিসেবে এটা পড়াই যায়।

বইটির অল্প কয়েকটি জায়গায় লেখকের মত নিয়ে আমার যথেষ্ট দ্বিমত আছে। এটা বাদ দিলে 'কেমন আছে পশ্চিমবঙ্গের মুসলমান' বইটি আমার কাছে ভালোই লেগেছে। পড়তে পারেন।
Profile Image for Md Khalid Rahman.
137 reviews39 followers
August 15, 2021
বেশ তথ্যবহুল বই। পশ্চিমবঙ্গের মুসলমানদের বর্তমান আর্থ-সামাজিক অবস্থা এবং তাদের মানসিকতা বুঝতে বইটি মূল্যবান সংযোজন।

লেখক এবং প্রথমা প্রকাশনীকে ধন্যবাদ এমন একটা বই বাংলাদেশে প্রকাশ করার জন্যে।
Displaying 1 - 4 of 4 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.