আমি অভয়৷ আর দশটা বাচ্চার মতন আমার জীবনও স্বাভাবিক ছিল৷ পৃথিবীর রঙ রূপ আমি দেখেছি মাত্র আটবছর। জন্ম থেকে আট৷ তারপর! তারপর আমি অন্ধ হয়ে যাই। মা পঙ্গু হয়ে যান। বাবা মারা যান। সবকিছুর মূলে একটা দুর্ঘটনা। সেখান থেকেই আমার লড়াই শুরু। অন্ধত্ব কে জয় করার জীবন কে জয় করার। এই লড়াই এর মাঝ পথে মাও আমাকে ছেড়ে চলে গেলেন! হাজারো মানুষের ভীড়ে একা হয়ে গেলাম, পুরোপুরি। আমি চোখে দেখি না। শব্দ আর স্পর্শই আমার জগৎ। অনুভূতিটাই আমার সম্বল। সেটা নিয়েই আমি রুখে দাঁড়ালাম। অজানা সব শত্রুর বিরুদ্ধে। সাহায্য আসল সম্পুর্ণ অচেনা এক মানুষের কাছ থেকে... আমি অভয়, শুনবেন আমার গল্প!