রিয়াযুস সালেহীন হলো লেখকের বাছাই করা সহিহ হাদিস সমগ্র। বইটি মাকতাবাতুল আশরাফ থেকে বহু খন্ডে অনুবাদ ও ব্যাখ্যা করার উদ্যোগ নেয়া হয়েছে। এটি প্রথম খন্ড এবং এখানে রয়েছে ৭৩ টি হাদিস, ব্যাখ্যা ও সেগুলো থেকে প্রাপ্ত শিক্ষা।
রিয়াযুস সালেহীন সিহাহ সত্তার পরে সর্বোচ্চ পঠিত হাদিস গ্রন্থ। এটি মূলত সহীহ হাদিসের সংক্ষিপ্ত সংকলন। মাসালা-মাসায়েল ব্যাতিত আমলযোগ্য হাদিস গুলো নিয়েই গ্রন্থটি৷
আমাদের এদেশে ৫ টির বেশি প্রকাশনা এই সংকলনটি অনুবাদ করেছে। তার মধ্যে সবচেয়ে বিস্তারিত ব্যাখ্যাসহ প্রকাশ করেছে মাকতাবাতুল আশরাফ। তারা মোট ১৮/২০ খন্ডে বইটি বের করার পরিকল্পনা করেছে৷ যার প্রথম খন্ডে রয়েছে ৭৩ টি হাদিস।
হাদিসের ব্যাখ্যা ছাড়াও গ্রন্থটিতে কোরআনের আয়াত ও ব্যাখ্যা এবং বর্ণনাকৃত সাহাবির সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরা হয়েছে