মানুষ বেঁচে থাকে কিসে? মহৎ কোনো উদ্দেশ্য নিয়ে? গড়পড়তা মানুষের চোখের সামনে হয়তো মহৎ কোনো উদ্দেশ্য থাকে না। সে বেঁচে থাকতে চায় ছোট ছোট অভ্যাস, ছোট ছোট অনুভূতি, কিছু নির্দিষ্ট মানুষকে ঘিরে আবেগিক লেনদেনের মধ্য দিয়ে। এর মধ্য দিয়েই অনেকে খুঁজে পায় উদ্দেশ্যহীনতার মহৎ উদ্দেশ্য। আবার অনেকে উদ্দেশ্য খুঁজতে গিয়ে হারায় স্বকীয়তা।
পরজন্মের অলীক পুলসিরাতের মত মানুষ এজন্মেও কিছু পুলসিরাত তৈরি করে ফেলে। সেই পুলসিরাত পার হওয়াই একসময় হয়ে ওঠে মানুষের জীবনের মুখ্য উদ্দেশ্য। একেকজনের পুলসিরাতের বৈশিষ্ট্য একেকরকম। এই বইটি মূলত সেই পুলসিরাত কিংবা সাঁকো নিয়েই, যা মানুষ তৈরি করে পার হবার জন্য। কেউ পার হয়, আবার কেউ পার হতে গিয়ে অনুভব করে সাঁকোটির দাঁড়িয়ে থাকবার জন্য তেমন কোনো শক্ত খুঁটিই কখনও তৈরি করা হয়নি। ততদিনে গড়পড়তা মানুষ নতুন সাঁকো তৈরি করার ক্ষমতা হারিয়ে ফেলে চিরতরে। অনেকে আবার নেমে পড়ে নতুন উদ্যমে। যে করেই হোক, অসমাপ্ত সাঁকোর কাজ শেষ করে যেতে হবে।