বাংলাদেশি-আমেরিকান বিজ্ঞানী প্রফেসর মাসুদ দেশে ফেরেন জন্মভূমি ধর্মপুরে বসে আত্মজীবনী লেখার বাসনায়। শৈশব থেকে বিদ্রোহী যৌবনের অনেকটা সময় কাটিয়েছেন দেশে। এ পর্বে মুক্তিযুদ্ধ, স্বাধীন শিশুরাষ্ট্র এবং স্বাধীনতার পটভূমি হিসেবে ধর্মপুরের জীবনযাত্রার বাস্তবতায় জড়িয়ে আছে তার প্রেম ও ধর্মদ্রোহী যৌবনের নানা ঘটনা। ওয়াশিংটনে একাধিক বিদেশিনি স্ত্রী-কন্যা, বন্ধু-বান্ধবী ও একাডেমিক জগতের ব্যস্ততার মাঝেও ভুলতে পারেননি জীবনের প্রথম প্রেম, দ্রোহ ও যৌন সম্পর্কের নানা অনুষঙ্গ। স্মৃতির টানে বিয়াল্লিশ বছর পর দেশে ফিরেই বর্তমান উন্নয়ন-অগ্রযাত্রা থেকে যাত্রা শুরু করেন অতীত পানে। ড. মাসুদের স্মৃতি-ভাবনা ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির সেতু বেয়ে উপন্যাসে জীবন্ত হয়ে উঠতে থাকে হাজার বছরের ধানের দেশ ও মাছের দেশের জনজীবন, ধর্মপুরের একাল এবং সেকাল। পাঠকহৃদয়ে কড়া নাড়তে থাকে অবিশ্বাস্য সব ঘটনা আর অবিস্মরণীয় কিছু চরিত্র। বর্তমান বিশ্বের উন্মুল ও একা মানুষের আত্মজৈবনিক এ যাত্রা হয়ে ওঠে তার স্বদেশ-সংস্কৃতি ও মানবপ্রেমের উষ্ণতায় ফেরার জন্য হৃদয়ের চিরন্তন আর্তি। লেখকের উচ্চাকাঙ্ক্ষী এ উপন্যাসের উজানযাত্রা বেয়ে পাঠক প্রবেশ করেন জীবনের বহুমাত্রিক বাস্তবের গভীরে।
মঞ্জু সরকার (Manju Sarkar) বাংলাদেশের বিশিষ্ট কথাশিল্পী, গল্পকার ও উপন্যাসিক। মঞ্জু সরকারের জন্ম ১ সেপ্টেম্বর, ১৯৫৩, রংপুরে। একাডেমিক শিক্ষা রংপুরের কৈলাশ রঞ্জন হাই স্কুল ও কারমাইকেল কলেজে। পেশাগত জীবনে জাতীয় গ্রন্থকেন্দ্রের প্রকাশনা কর্মকর্তা হিসেবে স্বেচ্ছা অবসর গ্রহণের পর, দৈনিক আমার দেশ এবং দৈনিক ইত্তেফাক পত্রিকার সম্পাদকীয় বিভাগে দশ বছর সহকারী সম্পাদক হিসেবে কাজ করেছেন। বর্তমানে স্বাধীন ও সার্বক্ষণিক লেখক। গল্প, উপন্যাস ছাড়াও বেশ কিছু শিশু-কিশোর গ্রন্থের প্রণেতা। এ যাবত প্রকাশিত গ্রন্থসংখ্যা অর্ধ শতাধিক। কথাসাহিত্যে সামগ্রিক অবদানের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন বাংলা একাডেমি, ফিলিপস, আলাওল, বগুড়া লেখক চক্র ও ব্যাংক সাহিত্য পুরস্কার। শিশু-কিশোর গ্রন্থের জন্য পেয়েছেন অগ্রণী ব্যাংক শিশু সাহিত্য পুরস্কার। ২০০৬ সালে যুক্তরাষ্ট্রের আইওয়া বিশ্ববিদ্যালয়ের ‘ইন্টারন্যাশনাল রাইটিং প্রোগ্রাম’-এর অনারারি ফেলোশিপ প্রাপ্তি উপলক্ষে তিনমাস রেসিডেন্সি প্রোগ্রামে অংশ নিয়েছেন।
উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে: অবিনাশী আয়োজন, উচ্ছেদ উচ্ছেদ খেলা, রূপান্তরের গল্পগাথা, মঙ্গকালের মানুষ, তমস, নগ্ন আগন্তুক, প্রতিমা উপাখ্যান।