নহলীর “ক্রিয়েটিভ রাইটিং কোর্স-২০২০" সম্পন্নকারী লেখকরা কোর্সের একটি অনুশীলন হিসাবে একটি করে গল্প লিখেছিলেন। এই গল্পগুলোর অধিকাংশই এত চমৎকার হয়েছিল যে, আমি এগুলাে থেকে একটা যৌথ সংকলন করার পরিকল্পনা করি ।
মজার ব্যাপার হলাে, শিক্ষার্থীরা নিজেরাই ঠিক করে ফেলেছিল যে, বইটিকে ব্যতিক্রমী কিছু করতে, সবাই থ্রিলার, হরর, সায়েন্স ফিকশন কিংবা পরাবাস্তব জনরার গল্প লিখবে। এমনকি "কথানক" নামটিও তাদেরই দেয়া !
বর্তমান সময়ের পাঠকদের বড় একটা অংশই থ্রিলার, হরর, সাই-ফাই, পরাবাস্তব, অতিপ্রাকৃত গল্প বেশি পছন্দ করে থাকেন বলে আমার ব্যক্তিগত ধারণা। বইটির ষােলােটি গল্পই এইসব জনরার বলেই পাঠক এক একটি গল্প পড়ে যেমন আনন্দ পাবেন, একইসাথে শিহরিত, রােমাঞ্চিত কিংবা কল্পনার জগতে হারিয়ে যাবেন।
নবীন লেখকদের উৎসাহ ও অনুপ্রেরণা দিতে নিয়মিতভাবে যৌথ গল্প সংকলন প্রকাশের মাধ্যমে আমাদের প্রচেষ্টা, বিশেষ করে পরবর্তি ক্রিয়েটিভ রাইটিং কোর্স সমূহের শিক্ষার্থীদের লেখা গল্প নিয়ে আমাদের এমন ধরনের উদ্যোগ অব্যহত থাকবে ।