এক বসাতেই পড়ে ফেলার মত দ্রুতগামী উপন্যাস। তবে উপন্যাস না বলে উপন্যাসিকা বলা যায়। প্রতিশোধ বইটি না পড়া থাকলে গল্পের চরিত্রদের বুঝতে সমস্যা হবে। তাই প্রথমে অবশ্যই 'প্রতিশোধ' বইটি পড়া উচিত। তাছাড়াও এটি 'প্রতিশোধ' পরবর্তী ঘটনা নিয়ে। প্রথম কয়েকটি অধ্যায় পিউ জুনায়েদের বর্তমান সাংসারিক জীবন বিচ্ছিন্ন ঘটনা দিয়ে দেখানো হয়েছে। পরবর্তী পর্বগুলো কন্টিনিউয়াস ছিল। একদম শেষটা আরও কিছু প্যারা থাকলে ভাল লাগত। ডাক্তারের কথা দিয়ে এক দমকায় শেষ করে দেওয়া হয়েছে, ব্যাপারটা ভাল লাগেনি। তবে সর্বোপরি এই উপন্যাসের দরকার ছিল। পিউ-জুনায়েদ বেশ পছন্দের একটা জুটি আমার৷ শেষ কথা, ভালো লেগেছে।