"জলমেঘের অরণ্যে" বইয়ের ফ্ল্যাপের লেখা: অরুনিমা পানির গ্লাস আনতে বিদ্যুতের মত ছুটে গেল। আনিস অরুনিমাকে দেখে ভীষণ ভয় পেয়েছে। বিছানাতেও পেয়েছিল। তিন বছরে এই প্রথম এমনটা হল। আনিস ধরেই নিয়েছিল তার সমস্যাটা কেটে গেছে। সে সম্পূর্ণ সুস্থ। কিন্তু এখন মনে হচ্ছে, তার অসুখটা সারেনি। একবার যখন শুরু হয়েছে, এটা এখন দিন দিন শুধু বাড়বে। আনিসের মাথার দুপাশের শিরা দপ দপ করছে। মাথায় ভীষণ যন্ত্রণা শুরু হয়েছে। মস্তিষ্কের ভেতরে কে যেন তীক্ষ্ণ ও ধারালো সুই দিয়ে ক্রমাগত খোঁচাচ্ছে। কি যন্ত্রণা! কি যন্ত্রণা!