কর্দয ভাষায় উপন্যাস লেখার কোনো মানে আছে? না আছে কোনো কাহিনী, না আছে কিছু। এত সস্তা জিনিসের পাঠক কেমন করে হয়? তিনি এত উপন্যাস কেমন করে লিখার সাহস পেয়েছেন খোদা জানে?
এত বাজে বই পড়া মানে রুচি হারানো! একটু পর পর একটা চরিত্র এনে তার ব্যাখ্যা দিচ্ছে নাঁক কেমন, ঠোঁট কেমন! তার থেকে অদ্ভুত উপন্যাসের কোনো কাহিনী নেই।
ছোট একটা ছেলে মিলুকে দিয়ে তার নানার বাড়ির কথা বলা হয়েছে। ঝুনো তার খালা, বুজি তার নানী তাদের জীবনের কিছু কথা বলেছে। শেষে গিয়ে বললো, ঝুনোর আত্ম হত্যার কাহিনী। একটি চরিত্রকে মেরে ফেলল, কোনো উদ্দাম ছাড়া। চরিত্রকে বিকশিত না হতে দিয়ে হত্যা। আবার ছোট একটা ছেলেকে দিয়ে নৃশংস ঘটনার বর্ণনা দিচ্ছে! লেখকের মাথায় শুভ বুদ্ধির উদয় হোক।