Jump to ratings and reviews
Rate this book

উসওয়াতুল লিল আলামিন

Rate this book
রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ। আল্লাহ্ তাআলাই তাঁকে আমাদের জন্য উসওয়া বানিয়েছেন। তিনিই আমাদের অনুসরনীয় এবং অনুকরনীয়,আদর্শ।
আচ্ছা কখনো কি ভেবে দেখেছি যে কেন তিনি আদর্শ? কীভাবে তিনি আদর্শ?
রাসুলের আগমণের বার্তা ছিল পূর্বের সকল আসমানী কিতাবে, যার জীবন পরিপূর্ন ছিল উত্তম আচরণে। স্বয়ং আল্লাহ্ তাআলা তাঁর চরিত্রের সাক্ষ্যদিয়ে নাজিল করেছেন কুরআনের আয়াত। তাঁর নবুওয়াত, তাঁর মুজিজা, তাঁর জীবনাচরন, তাঁর রাষ্ট্রনীতি, তাঁর যুদ্ধনীতি সবকিছু দিয়েই তিনি ছিলেন উতকৃষ্টতার উচ্চ শিখরে। সকল ক্ষেত্রেই তিনিই আদর্শ। পৃথিবীতে তিনিই একমাত্র ব্যক্তি যিনি আদর্শেরও আদর্শ। যার আদর্শকে স্বীকৃতি জানিয়েছেন তার ঘোরতম শত্রুরাও। এমনকি অবিশ্বাসীদের যারা নিরপেক্ষভাবে তাঁকে, তাঁর জীবনচরিতকে বিশ্লেষণ করেছে তারাও একথা স্বীকার করে নিয়েছে যে, তাঁর অবস্থানে তিনিই সয়ম্ভু।আমাদের দৈনিক পাঠ্যসূচির একটা অংশে থাকা চাই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত। থাকা চাই তাঁকে নতুন করে জানার আগ্রহ। সেই সাথে সিরাত পাঠে থাকা উচিত নতুনত্ব।

রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আমাদের ধারণা থাকলেও তিনি যে আদর্শ তা নিয়ে বাংলায় তেমন কিছু রচনা হয়নি বললেই চলে।
প্রখ্যাত ঐতিহাসিক ড. রাগিব সারজানি এই শূন্যস্থান পূরণ করেছেন তার রচিত “উসওয়াতুল লিল আলামিন” গ্রন্থের মাধ্যমে।

বইটি আর সব সিরাত কিংবা শামায়েল গ্রন্থের মতো নয়। আর নয় এ দুয়ের মাঝের কিছু। রাসুলের জীবনাদর্শ পাঠে বিমোহিত হতেই বইটির সৃষ্টি। লেখক রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালামের শ্রেষ্ঠত্বের বর্ণনাগুলি ফুটিয়ে তুলেছেন কাগজের পাতায়। তুলে ধরেছেন তাঁর ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের পাশাপাশি তাঁর প্রতি আরোপিত অভিযোগের খণ্ডন, উল্লেখ করেছেন পশ্চিমা বিশ্বের নিরপেক্ষ বিশ্লেষকদের মতামত।সুপাঠ্য এই গ্রন্থটি প্রকাশিত হয়েছে মাকতাবাতুল হাসান থেকে।

656 pages, Hardcover

First published January 1, 2012

4 people are currently reading
59 people want to read

About the author

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
7 (58%)
4 stars
5 (41%)
3 stars
0 (0%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 3 of 3 reviews
Profile Image for MD Mostafijur Rahaman.
134 reviews27 followers
March 17, 2025
"উসওয়াতুল লিল আলামিন" বইটি নবীজির জীবন ও আদর্শকে গভীরভাবে বুঝতে চান এমন প্রত্যেকের জন্য একটি অপরিহার্য গ্রন্থ।

বইটিতে নবীজির ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, এবং রাষ্ট্রীয় জীবনের বিভিন্ন দিক আলোচনা করা হয়েছে। তাঁর সহনশীলতা, ন্যায়পরায়ণতা, দয়া, এবং মানবতার উদাহরণগুলো সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে।

বইটিতে নবীজির শিক্ষাগুলোকে বর্তমান সময়ের প্রেক্ষাপটে ব্যাখ্যা করা হয়েছে, যা পাঠকদের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক।

এই বইটি শুধুমাত্র একটি জীবনী নয়, বরং নবীজির পূর্ণাঙ্গ আদর্শ এবং তাঁর শিক্ষাগুলোকে বর্তমান সময়ের প্রেক্ষাপটে উপস্থাপন করার।
Profile Image for Opu Hossain.
158 reviews28 followers
January 18, 2022
আমরা সাত রঙে রংধনু দেখেছি তবে শত রঙে আলোকিত শ্রেষ্ঠ মানুষ দেখিনি। রঙধনু আকাশে রঙিন স্বপ্নবোনে, শত রঙে দীপ্তি ছড়ানো সে মানুষ জীবন বদলে দেবার কাহিনী বোনে। জীবন যদি রুপ কথা হত তবে খুঁজে খুঁজে সে মানুষের সাথী হতাম, জীবন আলোকময় হত। কিন্তু জীবন রুপ কথা নয়, নয় এক সকল মানুষের চেতনা, ইচ্ছে, আদর্শ। সকল মানুষকে কি করে তাই একই বাধনে বাধা যায়? কি করে উজ্জলতম নক্ষত্রের ন্যায় সকল হৃদয়ে আলোকবার্তা পৌছানো যায়? হওয়া যায় সকল মানুষের জীবনউদাহরণ? তিনিই পেরেছেন একমাত্র যিনি মুহাম্মদ (সাল্লেল্লাহু আলাইহে ওয়াসাল্লাম)।

তার ডজন খানেক জীবন চরিত্র পাঠ শেষে যখন তৃপ্তির নিশ্বাস ছাড়ার প্রস্তুতি ঠিক তখনি ইংরেজী ভার্সনের "উসওয়াতুল লিল আলামিন"। মনে হল কতই না তাকে কম জেনেছি? কতই না ছিল জানার বাকি। আপনি যদি সঠিক উৎসে তার জীবন চরিত্র পড়ে থাকেন তার মানে তার জীবনের আরেক পিঠ এখনো রয়েছে বাকি। যদিও সকল পিঠের ধারা বর্বণা গুটি কয়েক বইতে আনা কষ্ট সীমাহীন তবুও এ বইটি সামগ্রীক ধারানায় আপনাকে পৌঁছে দেবে। জানিয়ে দেবে তিনি ছিলেন একজন নবী, সকলের নবী, একজন বাবা, যুদ্ধের ময়দানে আল্লাহ প্রদত্ব ত্রাতা। অবিশ্বাসীর প্রতি তার কোমলময় আচরণ, হিংসুকের প্রতি তার উদারতার জোয়ার, পরিবারের নিকট যিনি আদর্শের প্রতিক, স্ত্রীদের কাছে যিনি প্রতিক্ষার মানুষ। কেন তিনি সকল মানুষের নবী লেখক ব্যাখ্যা করেছেন, কেন সকল আদর্শেই তার প্রথমস্থান তাও খুঁজে পাবেন। শ্রেষ্ঠ সাম্রাজ্য প্রতিষ্ঠায় দাঁড়িয়েও যিনি নিজ জুতোর মেরামত করেছেন, পিঠে ছাপ বসে যাওয়ার বিছানায় যিনি স্বয়ন করেছেন, তৃপ্তির আহার কেন কতদিন চুলো রান্নাবিহীন সেই গল্পের জীবন। আরও আছে অনেক অনেক জানার মতন, বইটি আপনায় জানিয়ে দেবে তিনি আরও ছিলেন কেমন। মুহাম্মদ (সাল্লেল্লাহু আলাইহে ওয়াসাল্লাম)
Profile Image for Rasel Khan.
170 reviews8 followers
September 6, 2021
হজরত মুহাম্মদ সা.। যাকে নিয়ে একেক ব্যক্তি হিসেবে লেখা হয়েছে সর্বোচ্চ বই৷ একটা সময় একই ধরনের জীবনী লেখা হলেও সময়ের পরিবর্তনে লেখার ধরন পাল্টিয়েছে লেখকেরা। এই বইটি তেমনই ব্যতিক্রম একটি সিরাত৷

পৃথিবীতে এই একটি মানুষ পাবেন যার সারা জীবনের প্রতিটি বিষয় অনুকরণীয়। ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক, রাষ্ট্রীয়, সামাজিক এমন কোনো বিষয় নেই যেখানে আপনি তাঁকে অনুসরণ করার উপযোগী মনে করতে পারবেন না।

বইটি শুরু হয়েছে নবী সা. এর জীবনের গুণাবলি দিয়ে আর শেষ হয়েছে তাঁর উপর দেয়া মিথ্যা অপবাদের জবাব দিয়ে। মাঝে রয়েছে পারিবারিক জীবনে স্ত্রী, সন্তানদের সাথে তাঁর ব্যবহার, সাহাবী, মুসলিম-অমুসলিমদের সাথে আচরণ, নবুওয়াতের প্রমাণসহ ব্যক্তিগত আরো অনেক বিষয় যা আপনার জীবনে অনুকরণীয়৷

অনুবাদ ভালো ছিলো। ম্যাপ, চিত্র আছে কিছু৷ তবে প্রতি পরিচ্ছেদ, অনুচ্ছেদ শেষ এক পেজ খালি রাখা, সূচীপত্র দেয়া, আর মার্জিনাল গ্যাপ বেশি না দিলে বইটির প্রায় ৫০+ পেজ কমে যেতো।
Displaying 1 - 3 of 3 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.