লেখক ওমর আল জাবিরের ১ম খণ্ড যারা পড়েছি, তাদের জন্য ২য় খণ্ড আরও চমৎকার কিছু হবে। এই গ্রন্থে লেখক বর্তমান সময়ের চিন্তা-চেতনা ধারণ করে তারই আলোকে কুরআনকে উপস্থাপনের চেষ্টা চালিয়েছেন। বিশেষ করে কুরআন ও দ্বীন সম্পর্কে আধুনিক বলয়ের নানান প্রশ্ন, সন্দেহ-সংশয় ইত্যাদিকে সামনে রেখে তিনি বইটিকে উপস্থাপন করেছেন। সমসাময়িক ও সমকালীন বিচিত্র অভিজ্ঞতাকে তিনি তার লেখায় পেশ করেছেন উপাদেয় ও আকর্ষণীয়ভাবে। উদ্দেশ্য, লাওহে মাহফুযে সংরক্ষিত আসমানি গ্রন্থ কুরআন মাজীদকে সমাজের সর্বস্তরের মানুষ, বিশেষ করে শিক্ষিত মহলে পরিচিত করা এবং বিশ্ববাসীর নিকট এ ম্যাসেজ পৌঁছে দেওয়া যে, ‘হে বিশ্ববাসী, অশান্ত এ পৃথিবীতে তোমরা যদি শান্তি ও মুক্তি পেতে চাও, তবে পড়ো এ বইটি। এতেই রয়েছে মানবতার ইহকালীন ও পরকালীন কল্যাণ ও মুক্তির দিশা। তোমাদের প্রশ্নের উত্তর খুঁজে পাবে এ বইটিতে। এ বইটিকে বলা হয়েছে ‘হুদা ল্লিন্নাস’ ‘মানবজাতির জন্য হিদায়াত’। আরও বলা হয়েছে, ‘হুদা ল্লিলমুত্তাকীন’ ‘সতর্কদের জন্য রাহবারী’।’ . বইয়ের উপস্থাপনা প্রাণবন্ত, হৃদয়গ্রাহী। জীবনঘনিষ্ঠ পারিবারিক সামাজিক বিষয়গুলোর সুন্দর উপস্থাপনার মাধ্যমে বহু প্রশ্নের উত্তর দিয়েছেন, যেন মনে হবে এটাই তো আমরা জানতে চেয়েছিলাম। বহু গ্রন্থ মন্থন, প্রচুর পড়াশোনা এবং জীবনের বাস্তব পরিক্রমায় লব্ধ তথ্য-উপাত্ত সমৃদ্ধ করে বইটিকে সাজিয়েছেন। পাঠক খুঁজে পাবেন অনাবিল প্রশান্তির এক ঝরনাধারা।
ওমর আল জাবির. He is the Head of Engineering & Design for Retail CRM Delivery Unit in BT, living in London, UK.
He did his diploma on Islamic Studies from Islamic Online University. He learnt Arabic and Quran Tafsir from Aziz Muhammad of Egypt's Al-Azhar University.
He was born in Dhaka, Bangladesh. He holds a B.Sc in Computer Science and doing his M.Sc in Software Engineering at Oxford.
An insightful and explanatory read. Suited to the various oddities and normalcies of the ancient, the fairly recent and the (ultra-) modern generations. In-depth guide with examples relevant to today's age to the teachings and inspirations found in the often-read surahs (from Al-'Alaq up to An-Nas) of Juz 30 (Juz Amma) of the Holy Quran.
This book was grave and humorous as needed. Alhamdulillah for the exceeding expectations and thoughtful intelligence on the author's part, after the delightful learning experience provided by his first book "পড়ো" of the series; hope there will be more.
‘পড়ো ১’ পড়ার সময় মনে হচ্ছিল আয়াতগুলো গুছানো না, কোন সুরার নিয়ে কোন আয়াত নিয়ে আলোচনা হচ্ছিল সেটা মনে থাকতো না। কিন্তু ‘পড়ো ২’ এ লেখক খুব সুন্দর করে সুরা ধরে ধরে আলোচনা করেছেন। এই বইটা খুবই গুছানো এবং স্পষ্ট। আল্লাহ্ লেখককে নেক হায়াত দান করুক।
পড়ো সিরিজের বইগুলার সবচেয়ে বড় scoring point তার relatability। এর উপরে ২য় খন্ডের সুরাগুলো বেশির ভাগই ছোটবেলায় পড়া। কিন্তু মুখস্ত সুরা নাস পড়া ও নিজের জীবনের নানা element দিয়ে বুঝে সুরা নাস পড়ার মধ্যে আকাশ-পাতাল পার্থক্য। সুরাগুলোকে দেখার ভঙ্গিটাই পাল্টে যায় এভাবে পড়ে দেখলে। তাফসীর পড়া অনেকের কাছে intimidating লাগতে পারে। আমি তাদের জন্য এই বইটা recommend করবো। তাফসীর এর journey শুরু করার জন্য এ বইটা খুবই beginner friendly ও সাবলীল।
আজকাল আমাদের ধর্ম-কর্ম কেমন যেন বিধর্মীদের মতো হয়ে যাচ্ছে। হয় আমরা হিন্দুদের মতো শুধু প্রার্থনার দিন (জুম্মাহ্, ঈদের নামাজ ইত্যাদি) প্রার্থনা করছি অথবা খ্রিষ্টানদের মতো সবাইকে বলে বেড়াচ্ছি যে মনে বিশ্বাস থাকাটাই main, সব মুসলিমই জান্নাত যাবে। আমরা ভুলে যাই আল্লাহ্ আমাদের নিয়তটাকে দেখেন, আমাদের ভেতরটাকে দেখেন। এখন ভেতরে যদি আপনার মনের এক হালকা আলোকিত কোনায় ঈমান থাকে যেটার প্রভাব আপনার মধ্যে নেই বললেই চলে, তাহলে আপনার আর বিধর্মীদের মাঝে কী পার্থক্য থাকবে? আমাদের মাঝে sincerity এর চরম অভাব। আল্লাহ্ বলেছেন রাগ কমাতে এবং নামাজ কায়েম করতে। কিন্তু আমরা কী করি? নামাজে কেউ ভুলেও disturb করলে গালাগালি শুরু করে দেই যেখানে হয়তো রাগটা চাপিয়ে রাখলে আমরা আল্লাহ্ এর কাছ থেকে বড় কোনো উপহার পেতাম। আমরা আমল নিয়ে ব্যস্ত থাকি কিন্তু ইসলাম যে ভিতরের মানুষটাকে improve করতে বলেছে সেটায় নজর দেই না। এটার একটা বড় কারণ আমরা শুধু তাজওইদ-টাই শিখি, অর্থ বা তাফসীর পর্যন্ত যাই না। শুধু লাহন-জালি না হলেই কী আমরা কুরআন পড়ে সার্থক? কুরআন জীবনে কতটুকু apply করছি সেটা হচ্ছে আমাদের প্রকৃত স্বার্থকতা। আর মনে করার দিন শেষ যে আমি তো ভালোই জানি ইসলামের basics। Trust me, when I say average বাঙালির ইসলামের বুঝ বাপ-দাদা যা করেছে, বলেছে তার উপর নির্ভরশীল। যে জাতি নিজে ধর্মকে না বুঝে শুধু বাপ-দাদাদের follow করে তাদের সঠিক পথ থেকে সরে যাওয়ার possibility অনেক বেশি।
বেশি কথা বলে ফেলি মাঝে মধ্যে। বইতো ভালো লেগেছে-ই। কুরআনকে reading mode থেকে application mode এ নেওয়ার জন্য খুব ভালো একটা tool হতে পারে বইটা।
কুরআনকে সমসাময়িক চিন্তায় প্রকাশ করার খুব কম লেখকের মধ্যে ওমর আল জাবির অন্যতম, যার শুরুটা হয়েচিল 'পড়ো ' এর মাধ্যমে সেই ধারাবাহিকতায় 'পড়ো ২' যেখানে স্থান পেয়েছে কুরআনের বহুল পরিচিত কিছু সুরার ভাব প্রকাশের মাধ্যমে। লেখক সুরা গুলোর প্রাসঙ্গিক চিত্র তুলে ধরার মাধ্যমে যেন আমাদের আজকের জুগের বাস্তব চিত্রকেই প্রতিফলিত করেছেন। একটু খেয়ালের দৃষ্টি দিলে আমরা দেখতে পাই কুরআনের বাস্তব এই চিত্রের সাথে আমাদের অধিকাংশেরই যোগাযোগ না থাকার প্রধান কারন আমাদের কুরআন বিমুখিতা। কোন এক আশ্চর্য কারনে আমরা যখন কুরআনকে এড়িয়ে চলতে পছন্দ করছি, পরকালের দিন গুলোকে চরম হুমকির মুখে তুলে রাখছি সেই মূর্তে এ বই আমাদের স্মরণ করিয়ে দেয় পৃথিবীতে আমরা ভোগবিলাসিতা করতে আসিনি বরং এসেছি গুরুত্বপূর্ণ এক পদ এবং দায়ীত্ব নিয়ে, যে দায়ীত্ব মানুষ এবং পৃথিবীকে সুন্দর করতে শেখায় এবং পরকালে পরম শান্তির অসীম জগতের দুয়ার খুলে দেয়। বহুল পঠিত সেই সুরা গুলো আছে আমাদের অপেক্ষায়, কোন এক অনন্ত জগতের বার্তায়। চলুন সেই অনন্ত জগতের বার্তাকে জানার চেষ্টা করি।
কুরআনের নিজস্ব একটা স্বাদ আছে। আরবি ভালো না বুঝলে যেই স্বাদ পাওয়া খুব কঠিন। লেখকের প্রচেষ্টা ছিলো কুরআনের প্রতি মানুষের আগ্রহে সৃষ্টি করা, আমার মনে হয় লেখক সফল। তাফসীর না হলেও কুরআনের সরল ব্যাখ্যা, কিছু শব্দের অর্থ, গঠন, ব্যাবহারের তাৎপর্য দেয়ায় পড়তে তেমন ক্লান্তি আসে নাই। মোট কথা আমার কুরআনের প্রতি আগ্রহ তৈরি হয়েছে। জানতে ও বুঝতে চেষ্টা করছি।
একটা জিনিস একটু খারাপ লাগছে, আগের পর্বের প্রচ্ছদ বেশি সুন্দর ছিলো পরের গুলায় অনেকটা একই রকম প্রচ্ছদ।
পুরো একটা বছর লাগল এই বইটা শেষ করতে কারণ হয়ত এখানের বেশীর ভাগ আলোচনা নোমান আলী খান এর লেকচার থেকে নেওয়া এই বই এর ১,২ খন্ডটা আসলে কুরআন এর ৩০তম পাড়া কেন্দ্রিক এগুলোর বর্ণনা প্রায় জানা কিন্তু এই বইটি আমাদের বর্তমান জীবনবঙ্গির সাথে মিলিয়ে দেখানোর চেষ্টা করেছেন বিশেষ করে শেষ চারটি সূরা এর বিশ্লেষণ পড়ার পড় অনেকক্ষণ ভেবেছি আর এই বই এর সবচেয়ে বিশেষ দিক হচ্ছে আরবি ভাষার বিশ্লেষণ গুলো
আমরা অনেকেই কুরআন পড়ি, কিন্তু তা বুঝি না। সেজন্য কুরআনের স্পষ্ট প্রতিফলন আমাদের কাজকর্মে লক্ষ্য করিনা। অথচ শিখার মূল লক্ষ্য হওয়া উচিত চালচলনে তার প্রতিফলন ঘটানো। বইটি হয়তো আপনাকে আলোচিত সূরাগুলো আল্লাহর বাণীগুলো বুঝতে আর এক ধাপ এগিয়ে নিবে।