আমরা ঘুরতে গিয়েছিলাম শ্রীলংকা ও মালদ্বীপে। তাতে কারোরই কিছু যায় আসে না সে আমরা জানি। কিন্তু যেহেতু অভিজ্ঞতা কম, জানি তার চেয়েও কম, তাই যাই দেখি তাই আমাদের কাছে অসাধারণ লাগে। আর মনে হয় সব কিছু সবাইকে জানাই। নিশ্চয়ই সবাই খুব মজা পাবে। বাস্তবে দেখা যায় যাদের বলতে যাই তাঁদের অনেকেই আমাদের চাইতে অনেক বেশি ঘুরেছেন ও দেখেছেন, কিন্তু সেসব নিয়ে বই ফাঁদতে বসেন নি। কী আর করা, শিশুর কাছে তার জানালার কোনায় আটকা পড়া ছোট্ট একটা ফড়িংই প্রবল বিস্ময়ের ব্যাপার, বড়দের কাছে তা হয়ত ততটা বিস্ময়ের নয়। তাতে তো আর শিশুর আনন্দ কমে যায় না। শিশুর মত বিস্ময়ের খানিকটা যদি আমাদের মত ছোটোখাটো আরো কারো ভালো লেগে যায় তবেই এই লেখা সার্থক।
মেহেদী হক এবং নাসরীন সুলতানা মিতু দুইজনে স্বামী / স্ত্রী এবং কার্টুনিস্ট, যুক্ত আছেন উন্মাদের সাথে। বইটা উনারা নিজেস্ব ঢংয়ে লিখেছেন, যা আমার কাছে অসাধারণ লেগেছে, খুবই সরস বয়ান! মূলত শ্রীলঙ্কা ভ্রমনের পাশাপাশি, ছোট্ট একটা সময় উনারা থেকেছিলেন মালদ্বীপে তাই বলেছেন ওইটা ফ্রি।
যদি আপনার রিডিং ব্লক থাকে এবং আপনি ফিরতে চান গল্পের জগতে তবে এই ছোট্ট বইটা আদর্শ হইতে পারে।
বইটার মূল আকর্ষণই হইলো কোথাও আলাদা করে কিছু চাপানো হয়নি, গল্পের খাতিরে ইতিহাস যতটুকু আনা দরকার ততটুকুই আনা হয়েছে, যা আপনাকে আরও জানার জন্য উৎসাহিত করবে। ভ্রমণ কাহিনি এমনই হওয়া দরকার, মালদ্বীপে আমাদের বাংলাদেশী ভাইদের অবস্থা, শ্রীলঙ্কার সাফারি, বৌদ্ধ ইতিহাস এমন ভাবে বলা হয়েছে যে মনে হবে আরও একটু হলে বেশ হতো কিন্তু যা আছে তাও কম না, খুবই মজাদার খাবার প্রথম বার পরিমাণ মত খাবার পর যে অনুভূতি হয় তেমন একটা অনুভূতি হয়েছে।
নোটঃ
৭৯ পেজে ছোট্ট একটা ভুল আছে বলে আমার মনে হয়েছে, যেখানে রাবণের পরিবর্তে রাম হবে। আশা করি পরের মুদ্রণে ঠিক হয়ে যাবে এটা।
First of all, what a beautiful cover! It's marvelous. And that's what took me to notice this initially. But, the description kept me going. Both the authors did great job to express their experience. Mehedi Haque focused on personal experience only while Nasrin Sultana Mitu added some mythology and history. Mythology part was really interesting. I wish there were more and better artworks. It didn't came out too clean in print.
চমৎকার বই! পড়ে মনে হল, এমন জীবনই তো চাই! শ্রীলঙ্কায় যাওয়ার ইচ্ছে আমার বহুদিনের। এ বই পড়ে ইচ্ছে আরও বাড়ল। সে ইচ্ছে পূরণ হবে কিনা জানি না। মালদ্বীপ সম্পর্কেও ভুল ধারণা ভাঙ্গল। আমি ভাবতাম মালদ্বীপে শুধুই বিলাসবহুল রিসোর্ট আছে। সেখানে যে, কুদ্দুসের ভাতের দোকানও আছে জেনে ভালো লাগল। ভ্রমণের বর্ণনার পাশাপাশি ইতিহাস লেখার অংশটা ভালো ছিল। এমন গল্পের আকারে ইতিহাস পড়তে সবসময়ই ভালো লাগে। বইয়ের প্রচ্ছদ সুন্দর। ভিতরে বর্ণিত জায়গা গুলোর কিছু রঙিন ছবি থাকলে আরও ভালো লাগত। আমি জানি, গুগল করেই অনেক সুন্দর ছবি দেখা যাবে কিন্তু তবুও লেখক দ্বয়ের নিজেদের তোলা ছবি থাকলে ভালো লাগত।
মচকে যাওয়া পা নিয়ে যখন ভীষণ দুশ্চিন্তায় তখন পাহাড়ে বসে মুগ্ধতা নিয়ে পড়লাম এই বইটি। কী ঝরঝরে ভাষায় লেখা! মেহেদী হক ও নাসরিন সুলতানা মিতুর লেখা পড়ার সৌভাগ্য এর আগে হয়নি। ওনাদের সাথে আমার শুরুটা দারুণভাবে হল।
শ্রীলংকা আর মালদ্বীপ ভ্রমণের খুটিনাটি দারুণ রসাত্মকভাবে উপস্থাপন করেছেন লেখকদ্বয়। অনেক হেসেছি বইটা পড়ার সময়। মন ফুরফুরে করে দিসে বইটা।
Fun and interesting read for a travel book.Effortlessly written but I personally enjoyed Mitu apu's part as I love reading about history. Some additional pictures would've made this book more exciting and attractive as it's 'travel book'. Love their style of traveling!