ভাটি বাংলার লোকভাষা ও লোকসাহিত্যের নিয়ে বইটি। লোকজ শব্দের পরিচিত, বিশ্লেষণ, বাগধারা -প্রবাদ, ছড়া, গান ইত্যাদি লোক ভাষা ও সাহিত্যের পূর্ণাঙ্গ উপস্থাপন ও গবেষনা।এবং বিভিন্ন গান সহ নানা জিনিসের অমূল্য সংগ্রহ।
ভাটি অঞ্চল বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া সহ কিশোরগঞ্জ, হবিগঞ্জ, সুনামগঞ্জের লোকভাষা এবং সাহিত্যের অপূর্ব সংগ্রহ। আমার জন্ম ব্রাহ্মণবাড়িয়া তে।ছোটবেলা দাদি,নানি,মা'র মুখে যেসব ছড়া,গীত আর প্রবাদ বাক্য শুনতাম তা হঠাৎ ছাপার অক্ষরে দেখে কেমন জানি বিহ্বল হয়ে ছিলাম। ব্রাহ্মণবাড়িয়ার লোকসংগীত অত্যন্ত সমৃদ্ধ, আমি কয়দিন আগে ও তিতাসের বুকে ভাসতে ভাসতে মাঝির গলায় যে আশ্চর্য ভাব আর সুরের গান শুনে বিমোহিত হতাম, আর ভাবতাম আহা সেসব গান যদি কেউ সংগ্রহ করে রাখতো! আমার ওই ইচ্ছেটার বাস্তব রুপ দেখে অত্যন্ত অভিভূত। আমার মতে এটি বাংলা লোকভাষা আর লোকসাহিত্যের একটি গুরুত্বপূর্ণ সংযোজন। লেখককে ধন্যবাদ এই চমৎকার বইটির জন্য।