Abdullah Al Muti Sharfuddin (Bengali: আবদুল্লাহ আল মুতী শরফুদ্দিন) was a Bangladeshi educationist and popular science writer. He gained Kalinga Award of UNESCO in 1969.
এত বছরেও যে বিষয়গুলো বারবার পড়া সত্ত্বেও বিভ্রান্তি ছিল, এই মহান বিজ্ঞান লেখকের বই পড়ে তার অনেকখানিই দূর হয়েছে। আমাদের সৌভাগ্য, তিনি লেখালেখিতে এসেছিলেন। তিনি ওপারে ভালো থাকুন। কিছু জিনিস জানতে পেরেছি, যাচাই করি নি (যাচাইয়ের কথা বলছি কারণ অবিশ্বাস্য লাগছে)— ১. নীল তিমি ডাইনোসরের চেয়েও বড় ২. সমুদ্রের তলায় প্রচুর তেল পাওয়া যাবে ও খাদ্য পাওয়া যাবে। আমাদের খাদ্যাভ্যাস সামুদ্রিকে টার্ন নিতে হবে? ২৪ পৃষ্ঠায় ১০৮৪ খ্রিষ্টাব্দে ডিট্মারের আবিষ্কারের কাহিনি রয়েছে। সালটা ১৮৮৪ হতে পারে। কারণ ১৮০৭ সালে বিজ্ঞানী স্যার হামফ্রে ডেভি প্রথমবারের মতো যৌগ থেকে সোডিয়াম সংশ্লেষণ করেন। বিজ্ঞানে যেহেতু নিত্য নতুন তথ্য যুক্ত হচ্ছে, এসব বিষয়ে তাই সম্পাদনায় জোর দেওয়া জরুরি। নতুন তথ্য যোগ না হোক, বিরাজমান তথ্য যাচাই অপরিহার্য।