What do you think?
Rate this book


174 pages, Hardcover
Published January 1, 2022
"দুনিয়ার যে দিকটা সাদা চোখে দেখতে পাওয়া যায়, সেদিকটাই কি সব? বিশেষ করে মাদারডাঙার মতো জায়গায় এলে তো কারুরই তা মনে হবে না। বরং মনে হবে অন্য আর একটা দিকও দুনিয়ার আছে। যেখানে মানুষের নজরের সীমানা শেষ, তারপরই সেই বাকি দুনিয়ার আরম্ভ।"
"সময়ের আঘাত এসে পড়লে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে, নাকি আরও গভীরতর তলদেশে কোথাও আদিম ক্রোধ আর হিংস্রতা নিয়ে প্রতিরোধের জন্য অপেক্ষা করবে তা দৌলতালি বা আব্বাস গজুয়ারা জানে না। এমনকি সেই ভবিষ্যতের কথা এখনকার সময় আর সময়ের নায়ক আলী আফজালরাও বলতে পারে না।"