What do you think?
Rate this book


79 pages, Paperback
First published August 15, 2019
লোকটি উঠে চলে গেলেন। দূরে হাঁটাপথের বাঁকে অদৃশ্য হয়ে গেলেন। যেমন হুশ করে এসেছিলেন, ঠিক তেমনি হুশ করে যেন হাওয়ায় মিলিয়ে গেলেন।
অথচ যেন বেঁকে যাওয়ার কথা ছিল না। বাঁকের কোনও শেষ নেই যেন। বাঁকের শেষে আবার নতুন করে বাঁক তৈরি হয়ে যাচ্ছে। দূরে একটা বড়ো পুরোনো বাড়ি আবছাভাবে দেখা যাচ্ছে। তাঁর মনে হচ্ছে কারা যেন নির্নিমেষ চোখে তাকিয়ে আছে তাঁর দিকে। সেই চাহনি যেন পর্যায়ক্রমে বুভুক্ষু হয়ে উঠছে…
…
মনে হচ্ছে তাঁর বুকে যেন একটা বড়ো পাথর চাপা পড়েছে। শ্বাস যেন বন্ধ হয়ে আসছে। ঠিক এই মুহূর্তে কেউ যেন তাঁর গায়ে হাত রাখল এবং বলে উঠল, “কী রে এখনও হাঁটছিস?"