তিরিশ পার করা এক যুবক। নব্বইয়ের দশকে যার ছোটবেলা কেটেছে। ছোটবেলার অনেক কিছু খুব তাড়াতাড়ি পালটে গেছে। ফেলে গেছে কিছু স্মৃতি। টুকরো টুকরো স্মৃতিকথা সংকলন করে দু-মলাটে জায়গা পেয়েছে।
দক্ষিণ শহরতলি। এখন তা সগর্বে দক্ষিণ কলকাতার মধ্যে। দেশভাগের পর কিছু মানুষ পূর্ব পাকিস্তান থেকে এসে ঘর বাঁধেন। সেই কলোনি পাড়ার বিভিন্ন বিষয় টুকরো টাকরা ছোট ছোট স্বাদু গদ্য।
এসেছে সরস্বতী পুজোর আয়োজন, পাড়ার দুর্গাপুজো, শীতলা এমনকি কালীমন্দিরের পুজোর কথা। বারোভূতের মেলা থেকে বইমেলা, ক্রিকেট আর ফুটবল। সৌরভ গাঙ্গুলি আর মারাদোনা।
নাটক-সিনেমা এমনকি ভিডিও নাইট। আজকাল বিনোদন খুব এককেন্দ্রিক, আমার তোমার আলাদা আলাদা। চাঁদোয়া টানিয়ে সারারাত পরপর হিন্দি বা বাংলা সিনেমা দেখা। হাম, নাগিন, মুকাদ্দর কা সিকন্দর।
রাজনীতির মানুষেরা, রাজনৈতিক হত্যা, দিল্লির পালাবদল কিন্তু রাজ্যের থেমে থাকা একই দলের রাজনীতি বছরের পর বছর। সোভিয়েত রাশিয়ায় পালাবদলের পর ফিরে আসা, নাটক লিখে খ্যাতি পাওয়া এক বিচিত্র মানুষের কথা।
আছে স্কুল, স্কুল পালানো, কোচিং আর কোচিংয়ের মাইনে মেরে দেওয়া। স্কুল পালিয়ে ধর্মতলা, সোসাইটি সিনেমায় সিনেমা আর সিগারেট, ধরা না পড়তে ক্লোরমিন্ট আর বিগ বাবুল। ওয়ার্ল্ড কাপ বাবলগাম।
মারাদোনা রোনাল্ডো আর জিদান। ব্রাজিল বনাম আর্জেন্টিনা। পাড়ার ক্লাবঘর, খাসির মাংস দিয়ে পিকনিক। বিচিত্র নামের অধিকারী সব মানুষ। এখন তারা সবাই হারিয়ে গেছে।
পালিয়ে গিয়ে বিয়ে, পালিয়ে ঘরে ফিরে আসা, গুঞ্জন, মিলিয়ে যাওয়া। বাড়িওয়ালা ভাড়াটে, আত্মীয় অনাত্মীয়। কাছে আসা, দূরে চলে যাওয়া, ফিরে আসা কখনও ফিরে না আসা। বিদেশফেরত আত্মীয় প্রতিবেশীদের আলাদা দৃষ্টিতে দেখা। নিজে বিদেশ গিয়ে অবাক হওয়া।
ভুল স্ট্রিমে পড়াশোনা, দাদার সুযোগ্য ভাই না হতে পেড়ে অযোগ্য ভাই হয়ে ওঠা। মোটরবাইক, গলফ কোর্স। পাড়ার দাদু ঠাকুমাদের এক এক করে চলে যাওয়া। শেষে বাড়ি প্রমোটারকে দিয়ে হাজার স্কোয়ার ফুটের মধ্যবিত্ত আস্তানা।
এসবই লিখেছে বিজয়গড়ের অরুণোদয়। যাকে আমরা চিনি রাহুল নামে। রূপালী পর্দায় অনেকবার দেখা তাকে, বাবা মা নাটকের সঙ্গে যুক্ত। তাই ছোট থেকে নাটক তারপর নাটক থেকে সিরিয়াল থেকে সিনেমা।
সংবাদ প্রতিদিনের রোববারের পাতায় ধারাবাহিক ভাবে চল্লিশটা লেখা কলোনি কল্লোলিনী কলাম এবারে দুমলাটে নিয়ে এসেছেন দে’জ পাবিলিশিং। প্রচ্ছদ ও অলংকরণ সুপার্শ্ব বৈদ্য। দাম ১৫০ টাকা। ISBN No. 978-93-22351-47-8
আমিও আশির দশকের। দেখেছি মনমোহিনী নব্বই আর মমতাময়ী মিলেনিয়াম। আমার বইটা পড়ে বেজায় ভালো লেগেছে। মনে হচ্ছে নিজের ছোটবেলার ভিডিও ফুটেজ দেখছি। ভালো থাকুন সুস্থ থাকুন আর অনেক ভালো ভালো বই পড়ুন...