হাসনাত আব্দুল হাই (English: Hasnat Abdul Hye) একজন বাংলাদেশি লেখক এবং প্রখ্যাত ঔপন্যাসিক। তিনি ঢাকা, ওয়াশিংটন, লন্ডন ও কেমব্রিজে লেখাপড়া করেন। তিনি বাংলা একাডেমী পুরস্কার, অলক্ত সাহিত্য পুরস্কার, জগদীশ চন্দ্র বসু পুরস্কার, শের-ই-বাংলা পুরস্কার, এস.এম. সুলতান পুরস্কার, শিল্পাচার্য জয়নুল পুরস্কারে ভূষিত হন।
ভ্রমণকাহিনী। ভূমধ্যসাগরে বললেও বইটা মূলত লেখকের উত্তর সাইপ্রাস ভ্রমণের ইতিবৃত্ত। সে দেশের সরকারের আমন্ত্রণে পাঁচ দিনের যে রাষ্ট্রীয় সফরে তিনি অংশ নেন, সেই সময়ে দেখা ও উপলব্ধি করা বিষয়গুলো স্থান পেয়েছে এখানে। মোটামুটি ভালোই বলতে হবে। ঘটনার বিবরণ বা ইতিহাস একটু বেশি হয়ে গিয়েছে কিছু কিছু জায়গায় অবশ্য। উত্তর সাইপ্রাসের ইতিহাস, তাদের স্বাধীনতার জন্য সংগ্রাম, ঐতিহাসিক স্থান ও স্থাপত্য, সাধারণ মানুষের জীবন, শিল্প-সাহিত্য, সংস্কৃতি মোটামুটি সবদিকই এসেছে।