Achintya Kumar Sengupta (19 September, 1903 – January 9, 1976) was a Bengali poet, novelist and editor. After Tagore and Sharat Chandra, he was one of the writers of the modern era in Bengali literature. In 1921, his first poem was published in Probashi patrika under the pseudonym ‘Niharika Debi’. Then he got special achievement in novels and short stories writing. ‘Bede (1928) was first written novel of his and it is known as a prominent novel in modern Bengali literature for its organic, composition stance and formatting issues. There is reflected modernity a very strong way through his writings. Main Content of his compositions were the lives of ordinary working people. He wrote more than seventy books and his notable books are- novels: Kakjyosna, Protham Prem, Bibaher Cheye Boro, Prachir O Pantor, Protham Kadamphul, poetry books: Amabasya, Amra, Priya O Prithibi, Nil Akash, Uttarayan, Biography: Param Purush Sri Sri Ramkrishna, Bireshwar Bibekananda, Story book: Tutaphuta, Kat-Khar Kerosin, Chashabhusha, Ekratry etc.
আমার এই লেখা রিভিউ পুরোপুরি নয়। ছড় বেছড় উল্টোপাল্টা। ডায়েরির পাতার মত, যা খুশি।
আন্দোলন কি? কিভাবে আন্দোলন করে? একটা বৃহৎ শক্তিকে পদানত করতে আন্দোলন করতে হয়। স্বেচ্ছায় তো কেউ গদি ছাড়বে না। কিন্তু আন্দোলনের কত পথ? যত মত, তত পথ। ধর্মীয়, সাহিত্যিক, রাজনৈতিক, আত্মিক,স্বাত্তিক, চরমপন্থী, দ্বান্দ্বিক নানা জাতের, নানা পথের। তবে সবারই এক কথা, লক্ষ্য একটাই। ন্যায্য অধিকার আদায়।
উদ্যত খড়্গ আসলে ঠিক পুরোপুরি নেতাজীর জীবনী নয়। এটাকে একটা ডকু ফিকশন বলা যায়। তবে সুভাষ এখানে নিমিত্তমাত্র, প্রাসঙ্গিক তাই এসেছেন। আদতে বইটা বাংলার অগ্নিযুগ এর একটা সারপত্র৷ এই অগ্নিযুগ, ১৯২০-১৯৪৫ এই পঁচিশ বছর এই সুদীর্ঘ বইয়ের বুনিয়াদ। ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে স্বাধীনতাকামীদের প্রায় সবাইই উঠে এসেছেন একটু একটু করে, তার সাথেই সমপংক্তিতে উঠে এসেছেন নেতাজী। দ্রুতলয়ের লেখায় উত্তেজনা আছে, কাব্য আছে, দর্শন আছে। অচিন্ত্যকুমার তিরিশের যুগের মানুষ বিপ্লব তখনও জিন্দা। তার আগুনের ছোঁয়া লেগেছে বইটাতে।
ভারতের স্বাধীনতা আন্দোলনের অগ্নিযুগকে নিয়ে লেখা সহজপাচ্য কোন বই নেই, এই আফসোস আমার ছিল৷ তবে নারায়ণ স্যান্যালের লেখা আমি রাসবিহারীকে দেখেছি বইটাই একমাত্র সহজপাচ্য কিন্তু খন্ডিত বই ছিল। আজ মোটামুটি পূর্ণাঙ্গ একটা ধারণা পেলাম। সরি, সহজ, আকর্ষণীয় এবং বিস্তারিত একটা বই পেলাম। তবে ব্রিটিশদের এইযে ডিভাইড এন্ড রুল, হিন্দু মুসলিম ভেদাভেদ, কংগ্রেস-মুসলিম লীগ ভেদাভেদ, আই সি এস আর সাধারণ মানুষের ভেদাভেদের অসারতা যেমন বুঝলাম, সেই নীতির আজ ২০২৩ পর্যন্ত চর্চা দেখে শিউরে উঠলাম। ইতিহাসের বিষ যে কতদূর বিস্তৃত, সেটা ভাবতে বসলে অবাক লাগে, রাগ হয়, আবার কষ্টও লাগে।
টুকরো টুকরো করে ঘটনা বলতে গেলে এই লেখা শেষ হবে না। তবে যারা অনুভূতিশীল, তারা এই বই থেকে নিশ্চয় উপকৃত হবেন৷
বইটাকে গীতার শ্লোক, রবীন্দ্রনাথ এর কবিতার সাথে মিশেছে উদ্যত খড়্গ৷ সে খড়্গ রক্ত চায়, সে খড়্গ মুক্তি চায়।
লেখকের কলমের মান বিচারে আমি অক্ষম। তবে ভারতীয় জাতীয় সংগ্রাম সম্পর্কিত বিপন চন্দ্র ,রাজীব আহির বা সোনালী বানসাল অল্পবিস্তর ওল্টানো থাকলে এই বই আস্বাদনে মিষ্টতর হয়ে ওঠার পাশাপাশি সেই সময়ের কলাকুশলীদের কর্মকাণ্ডের অন্তরালে অন্তরীণ গভীর ভাবনা প্রসঙ্গেও আলোকপাত করবে।
তবে এমনিও বইটি এক তীব্র গতিসম্পন্ন কাহিনী ও আবেগ জাগানো কিছু কবিতার মিশেল হিসাবে সহজেই পড়ে ফেলা যায়। পড়তে থাকুন পড়াতে থাকুন।
A nicely narrated biographical novel based on the greatest Indian freedom fighter, Subhash Chandra Bose, generally termed as Netaji. The novel circles around 20th century Indian freedom struggle and how the leader is grown.