দিন শেষে সবাই চায় কেউ এসে গভীর আবেগ নিয়ে খালি হয়ে থাকা হাতটা ধরবে, নিঃসঙ্গ জীবনে পূর্ণতা আবার ফিরিয়ে আনবে। মনের শূন্যতা পূর্ণ করবে বুকভরা ভালোবাসা দিয়ে। জীবনের বয়ে যাওয়া দিনগুলি কাটাতে পাশে একটা মানুষ লাগে। যে মানুষটা হাতে হাত ধরে, মনে মন রেখে ভাগ করে নেবে জমে থাকা দুঃখ কষ্টগুলি। বুকের একদম ভিতরে হিমালয়ের সমান উঁচু হয়ে থাকা বেদনাগুলির ভার কমানোর জন্যও তো একটা মানুষ লাগে! আশেপাশে শত সহস্র মানুষ থাকলেও বিশেষ একজন মানুষ লাগে। যে শুধুই একান্তে, নিভৃতে মনের কথাগুলি বলার মানুষ, মনের কথাগুলি শোনার মানুষ, গভীর আবেগে জড়িয়ে ধরে থাকার মানুষ। অযুত নিযুত সংখ্যার মানুষ আশেপাশে থাকলেও একান্ত পাশে থাকার মানুষের খুবই অভাব এই জীবনে............
কিন্তু শবনম তো ভোরের শিশির, যা সকালের প্রথম রৌদ্রের পরশেই ফুরিয়ে যায়। কেউ কী শবনম'কে সারাজীবন নিজের মতো করে সত্যই পাবে?
জীবন নিয়তি নামের বিশাল একপত্রে একফোঁটা শিশিরের মতো জলবিন্দুর কনা। আর এই শিশিরের জলবিন্দুর অস্তিত্বের মতোই খুবই অনিশ্চিত জীবনের বয়ে যাওয়া মুহুর্তগুলি। সবার জীবনেই ছড়িয়ে ছিটিয়ে থাকে আরও অসংখ্য ছোট ছোট গল্প, লুকিয়ে থাকে অসংখ্য ট্যুইস্ট৷ আছে পাওয়া না পাওয়া এবং হাসি কান্নার অসম্ভব জটিল এক সংমিশ্রণ৷ জীবনের এইসব অদ্ভুত গল্পগুলো হঠাৎ করেই কোন দিকে মোড় নেবে তা কেউ জানে না............
কিছু কিছু বইয়ের রিভিউ অশ্রু দিয়ে লিখতে হয় - সৈয়দ মুজতবা আলীর প্রথম কোন বই পড়লাম। প্রেমের আখ্যানের কোন কিছু বাকি রাখা হয় নি, পৃষ্ঠায় পৃষ্ঠায় কাব্যাংশ এর ঝলক মন্ত্রমুগ্ধ করতে যথেষ্ট। কিন্তু শবনম তো ভোরের শিশির, যা সকালের প্রথম রৌদ্রের পরশেই ফুরিয়ে যায়। কেউ কী শবনম'কে সারাজীবন নিজের মতো করে সত্যই পাবে?
শবনমের মোহনীয় রূপ, বুদ্ধিমত্তা, কবিত্ব-রস,যৌক্তিক উচ্চারণ,ভালবাসার মানুষের জন্য মিষ্টি হিংসেমী,লজ্জাবোধের সাবলীল প্রকাশ,দূরদর্শিতা, চারিত্রিক দৃঢ়তা এ সবকিছু মজনুককে প্রভাবিত/মনমুগ্ধ করেছে। শবনমের প্রেমে পড়া মজনুনের উপযুক্ত মধুর শাস্তি ছিল। তাই শবনমের মুখ থাকে উচ্চারিত হয় চিরমানবের অন্তর্বেদনা, "আমার বিরহে তুমি অভ্যস্ত হয়ে যেয়ো না, আমার মিলনে তুমি অভ্যস্ত হয়ে যেয়ো না।"
বুকের একদম ভিতরে হিমালয়ের সমান উঁচু হয়ে থাকা বেদনাগুলির ভার কমানোর জন্যও তো একটা মানুষ লাগে! আশেপাশে শত সহস্র মানুষ থাকলেও বিশেষ একজন মানুষ লাগে। যে শুধুই একান্তে, নিভৃতে মনের কথাগুলি বলার মানুষ, মনের কথাগুলি শোনার মানুষ, গভীর আবেগে জড়িয়ে ধরে থাকার মানুষ। অযুত নিযুত সংখ্যার মানুষ আশেপাশে থাকলেও একান্ত পাশে থাকার মানুষের খুবই অভাব এই জীবনে।
হে প্রেম তুমি পবিত্র হলে শবনম-মজনুনের বক্ষমাঝে স্থান পেয়ে ! হে প্রেম, তুমি অমরত্ব পেলে শবনম-মজনুনের হারানোর ভিতর দিয়ে ! হে প্রেম, তুমি ধন্য হলে লায়লি-মজনুর বক্ষমাঝে স্থান পেয়ে ! হে প্রেম, তুমি অমরত্ব পেলে লায়লি-মজনুর মৃত্যুর ভিতর দিয়ে ! খুদাতালার সিংহাসন থেকে ঐশীবাণী উচ্চারিত হল : হে সুরলোকবাসীগণ ! প্রেমের দহন দাহে দগ্ধ হয়ে অর্জন করেছ তোমরা সুরলোকের অক্ষয় আসন। হে মর্ত্যবাসীগণ ! সর্বচৈতন্য সর্বকল্পনার অতীত যে মহান সত্তা তিনি তার বিশ্বরূপ ব্রক্ষান্ডস্বরূপের একটিমাত্র রূপ স্বপ্রকাশ করেছেন মর্ত্যালোকে- তাঁর প্রেমরূপ।
ঘড়িতে কি বাজে, 'ঠিক...ঠিক...ঠিক...ঠিক...। না ভুল ঘড়িতে বাজে, শব...নম...শব...নম...শব...নম।
হঠাৎ একদিন আকস্মিকভাবে আসবে তো শবনম ? শবনম কি মজনুনকে বলে যায়নি, 'বাড়িতে থেকো। আমি ফিরব?' শবনম কি ফিরেছিল ???
This is collection of stories already published in https://www.somewhereinblog.net in a sequence. All published stories are widely viewed and highly rated in that blog and morever selected as special ones by blog moderator.
This book is also one of the best selling books of the publisher (declared by publisher on Facebook) during national book fair, February 2020(একুশে বই মেলা ২০২০, ঢাকা, বাংলাদেশ).