নিশু যখন ফেসবুকে স্টিফানি নামের এক আমেরিকান কিশোরীর সঙ্গে বন্ধুত্বে ব্যস্ত, ঠিক তখনই ছোটকার আমন্ত্রণ এলো আমেরিকান ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ থেকে। এবারেও ছোটকার সঙ্গি হলো নিশু, আর সুইজারল্যান্ড থেকে আসবে ছোটকার মেয়ে, নিশুর বন্ধু রিয়া। কিন্তু ছোটকা আর নিশু যেখানে সেখানেই অঘটন আর অ্যাডভেঞ্চার।
শুরু হলো ছোটকার হাতব্যাগ ছিনতাই দিয়ে। কিন্তু ধীরে ধীরে জট বাঁধতে থাকে এক মারাত্মক রহস্যের। কারা প্রতিশোধ নিতে চায় ছোটকার ওপরে? পৃথিবীর বুক থেকে সাদা ছাড়া বাকি মানুষদের নিশ্চিহ্ন করতে চায় এক উন্মাদ সাম্প্রদায়িক দল। তাদের হাতে পৃথিবীর ভয়াবহতম অস্ত্র - জিনেটিক ইঞ্জিনিয়ারিং করে তৈরি মৃত্যুময় রোগ জীবাণু।
এবার কি পারবেন ছোটকা শেষরক্ষা করতে? আর ফেসবুকের বন্ধু স্টিফানির ভূমিকাই বা কী?
এ রহস্যের উত্তর আর আমেরিকার সামরিক গোয়েন্দাদের ছাপিয়ে বাংলাদেশের ছোটকা-নিশুর কৃতিত্ব নিয়েই এ আনকোরা অ্যাডভেঞ্চার। অত্যাধুনিক, বিজ্ঞান-নির্ভর বিষয়, অভিনব ও জটিল কাহিনি বিন্যাসের এ গল্প আবারো শোনালেন ঔপন্যাসিক, শিশু সাহিত্যিক ও গীতিকার সেজান মাহমুদ।