খুবই হালকা মেজাজের আর মজার একটা কমিক, বাচ্চাদের অথবা কিশোরদের পড়ার উপযোগী। মিলেনিউয়াল প্রজন্মের এক সুপারহিরোর গল্প, যার মারপিটের লক্ষ্যই হলো নিজের য়ুট্যুব চ্যানেলের ভিউ বাড়ানো আর ফেমাস হওয়া। ঘটনাচক্রে সত্যিকার সুপারভিলেনের মুখোমুখি হতে হয় তাকে, আর সেই ভিলেনদের উত্থানও ছোট কমিকের মাঝে মোটামুটি ভালোভাবেই এনেছেন লেখক। ইলাস্ট্রেশন বেসিক মানের। অন্তিক মাহমুদ ছাড়াও ওয়াকার বিন জামানের আঁকার স্টাইল শনাক্ত করতে পেরেছি, বাকি দুজনের আঁকার সাথে আগে পরিচিত ছিলাম না। আর যেটা বলেছি, পুরোটা হালকা মেজাজের হিউমারে ভরা, কিন্তু হিউমার প্রয়োগ করা হয়েছে সাবলীলভাবে, চাপিয়ে দেওয়ার প্রবণতা ছিল না। অন্তিক মাহমুদের ভিডিওর দর্শকরা এই মেজাজের সাথে পরিচিত হয়ে থাকবেন ইতিমধ্যে।
ওভারঅল, ইটস আ গুড রিড। তবে ২৫০টাকা খরচ করে পড়ার মতো কোনোমতেই না, দামটা ১০০ হতে পারতো :'3
সুপারহিরো নোমান। যার সুপারপাওয়ার নিজের ক্ষণস্থায়ী ক্লোন তৈরী করা। সুপারহিরো হলেও কারোর উপকার করার থেকে দুর্দান্ত মারামারির ভিডিও ইউটিউবে আপলোড করে ফেমাস হওয়া নোমানের মূল উদ্দেশ্য। কিন্তু আফসোস, সুপার ভিলেনের বদলে তার কপালে জোটে শুধু চোর পকেটমার। প্রথমবার কোনো সুপার ভিলেনের মুখোমুখি হওয়ার ঘটনা নিয়েই এই কমিকস। ছোটদের পড়ার জন্য বেশ মজার হালকা মেজাজের একটা কমিকস। তবে বড়রা পড়ে কিছুটা বিরক্ত হতে পারেন। ৫৫ পৃষ্ঠার মধ্যে বেশ গুছানো ছোট একটা কাহিনী, সুন্দর আর্টওয়ার্ক। কন্টেন্টের তুলনায় দামটা বেশি ঠেকলো, তবে অনলাইনে বেশ কমেই পড়া যাবে। বর্তমানে প্রথম খন্ডটি অনলাইনে (shopantik.com) বিনামূল্যে পড়তে পারবেন।
ভালো আর ফানি। কিন্তু দুঃখের সাথে বলছি, ছোট কমিক্স হলেও কাহিনী আরোও জোরদার হওয়া উচিত ছিলো। তবুও নোমান ২ এর জন্য শুভকামনা থাকলো। আশা করছি আরোও ভালো কিছু পাবো।