একরকম নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে পড়া। বার বার ভেবেছি পড়া বাদ দেই, কিন্তু আমার যে অভ্যাস একটা বই পড়া শুরু করলে শেষ না করা অব্দি বাদ দেয়ার প্রশ্নই উঠে না। এই বইটার পড়া শুরু করেছি বলেই শেষ করা। দুই-একটা গল্প ছাড়া বাকি গুলো তেমন একটা ভালো লাগেনি। কোন বই পড়ে হতকশ হওয়ার মতো সব গুণ এই বইটায় আছে। আর সবচেয়ে বেশি যা আছে তা হলো বানান ভুল। যা এর আগে আমি কোনো বইয়ে দেখিনি, অন্তত এত বেশি বানান ভুল দেখিনি।