জয় গোস্বামীর কবিতা প্রথম ছাপা হয় বিয়াল্লিশ বছর আগে। তারপর চার দশক ধরে তিনি কবিতা লিখে চলেছেন। কখনও কখনও এমনও দেখা গেছে, এক বছরের পরিসরে তিনটি কবিতার বইও বেরিয়েছে তাঁর। আবার কখনও বা তিন বছর কেটে গেছে কিন্তু একটি বইও প্রকাশ পায়নি। মাঝে মাঝে বিরতি স্বীকার করেছেন এই কবি। তা সত্ত্বেও তাঁর কবিতার বইয়ের সংখ্যা – সংকলনগুলি বাদ দিলে — পঁয়ত্রিশটির মতো। প্রথম ক্ষীণাঙ্গ কাব্য-পুস্তিকা থেকে শুরু করে একেবারে সাম্প্রতিককাল পর্যন্ত জয় গোস্বামীর সমস্ত কবিতা খণ্ডে খণ্ডে ধরে রাখা হচ্ছে আনন্দ পাবলিশার্স কর্তৃক প্রকাশিত তাঁর কবিতাসংগ্রহ গ্রন্থমালায়। এইবার বেরোল পঞ্চম খণ্ড। এই পাঁচটি খণ্ড ধারাবাহিকভাবে পাঠ করলে জয় গোস্বামীর কবিতার পথ কতভাবে বাঁক নিয়েছে এবং তাঁর কবিতার বিকিরণ কত শক্তিশালী, বৈচিত্র্যময় ও দূরপ্রসারী সে কথা অনুভব করা যাবে।
ভারতীয় কবি জয় গোস্বামী (ইংরেজি: Joy Goswami নভেম্বর ১০, ১৯৫৪) বাংলা ভাষার আধুনিক কবি এবং উত্তর-জীবনানন্দ পর্বের অন্যতম জনপ্রিয় বাঙালি কবি হিসাবে পরিগণিত।
জয় গোস্বামীর জন্ম কলকাতা শহরে। ছোটবেলায় তাঁর পরিবার রানাঘাটে চলে আসে, তখন থেকেই স্থায়ী নিবাস সেখানে। পিতা রাজনীতি করতেন, তাঁর হাতেই জয় গোস্বামীর কবিতা লেখার হাতে খড়ি। ছয় বছর বয়সে তাঁর পিতার মৃত্যু হয়। মা শিক্ষকতা করে তাঁকে লালন পালন করেন।
জয় গোস্বামীর প্রথাগত লেখা পড়ার পরিসমাপ্তি ঘটে একাদশ শ্রেণীতে থাকার সময়। সাময়িকী ও সাহিত্য পত্রিকায় তিনি কবিতা লিখতেন। এভাবে অনেক দিন কাটার পর দেশ পত্রিকায় তাঁর কবিতা ছাপা হয়। এর পরপরই তাঁর খ্যাতি ছড়িয়ে পড়ে। কিছুদিন পরে তাঁর প্রথম কাব্য সংকলন ক্রিসমাস ও শীতের সনেটগুচ্ছ প্রকাশিত হয়। ১৯৮৯ সালে তিনি ঘুমিয়েছ, ঝাউপাতা কাব্যগ্রন্থের জন্য আনন্দ পুরস্কার লাভ করেন। ২০০০ সালের আগস্ট মাসে তিনি পাগলী তোমার সঙ্গে কাব্য সংকলনের জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন।